৯ ডিসেম্বর রবিবার দুপুরেএডুকেশন এওয়ার্ড ২০১৯ কে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো ‘মিট দ্যা কমিউনিটি ইভেন্ট’। ম্যানচেস্টারে একটা অভিজাত রেষ্টুরেন্টে এ ইভেন্ট অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ, পাকিস্থান, চায়নীজ, আফ্রিকা, ইউক্রেনিয়াসহ বিভিন্ন কমিউনিটির শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও সুধীজনদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন এডুকেশন এওয়ার্ডের প্রতিষ্ঠাতা আমিন বাবর চৌধুরী।
ম্যানচেস্টারে সিটি কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার ফর ‘স্কুল কালচার এন্ড লেজার’ কাউন্সিলার লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটেনের সাবেক মন্ত্রী ব্যারী সংসদীয় এলাকার এমপি আইভ্যান লুইস, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির গভর্ণর ও আল হাবিব ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ ওবিই জেপি, বল্টন ইউনিভার্সিটির এক্সিকিউটিব ডাইরেক্টর আরিস ম্যাথিউ, সিমার্ক গ্রুপ চেয়ারম্যান এবং সিইও ড. ইকবাল আহমদ ওবিই, কমিউনিটি নেতা আব্দুল নাসির ওয়াহাব।
গত দুবছর থেকে চলমান এ এডুকেশন এওয়ার্ডকে আলোচকরা ব্রিটেনের মূলধারার একটা প্রেস্টিজিয়াস এওয়ার্ড অনুষ্ঠান হিসেবে উল্লেখ করেন। ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য এ এওয়ার্ড অনুষ্ঠানকে সফল করে তুলতে সকল কমিউনিটির অংশগ্রহনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বক্তারা সকল ধরনের সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিগত ইভেন্টগুলোর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং একটা ভিডিও প্রদর্শন করা হয়। এডুকেশন এওয়ার্ড ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে ম্যানচেস্টারের হিলটন হোটেলে।
উল্লেখ্য যে, ইংল্যান্ড,স্কটল্যান্ড তথা যুক্তরাজ্যের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে সার্থক ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করতে এ এওয়ার্ড ইভেন্ট চালু হয়েছে ২০১৭ সাল থেকে। বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদস্থ কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে মনোনীত ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক এ এওয়ার্ড অনুষ্ঠান মূলধারায় আলোচিত ও প্রশংসীত হয়েছে মাত্র দুবছরেই।
কণ্ঠ: তিশা সেন