­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

আমিরাতে ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও দোয়া মাহফিল



পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা.) মানবজাতির শান্তির দূত ছিলেন। চলার পথে তাঁর আদর্শ ধারণ করে জীবনকে সাজানো দরকার। সংযুক্ত আরব আমিরাতের আজমানে ঈদে মিলাদুন্নবীর আলোচনায় এসব বলেছেন বক্তারা।

রোববার আজমানের শিল্প এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করনে মাওলানা সাদিকুর রহমান চৌধুরী। মাসুক মিয়া ও জাকির হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জার্মানের বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।

সভায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লোকমান হোসেন আনু, প্রধান পৃষ্ঠপোষক ইকরামুল করিম, সহ সভাপতি গুলজার খান, মৌলভীবাজার ভি আইপি ক্লাবের সভাপতি হুমাযূন রশীদ, সাংবাদিক হাবিবুর রহমান ফজলু সহ আরো অনেকে।

এ সময় আরো বব্তব্য রাখেন সোহানুর রহমান লিটন, সাইদুল ইসলাম দুলন, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, সাহাজান সজিব, আলী হোসেন, মাজেদ আহমদ, জাকির হোসেন, দেওয়ান মুহিবুর রহমান খালেদ, হাফেজ ক্বারী ফয়েজ আহমদ, হাফেজ ক্বারী আব্দুল কাইয়ুম কাওসার, আব্দুল মালিক, সিয়াব বিন মালিক, ছিয়াম বিন মালিক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মিনার মিয়া ভারপ্রাপ্ত সেক্রেটারি মামুনুর রশিদ অর্থ সম্পাদক আকাদ মিয়া সিনিয়র সদস্য এনাম আহমদ ইসলাম মিয়া নূর মোহাম্মদ খোকন রহমত আলী সুরত আলী জামাল আহমেদ বাবলু মিয়া আউয়াল মিয়া বাছিত মিয়া পায়েল আহমদ নশাদ মিয়া কয়ছর মিয়া সহ-সাংগঠনিক সম্পাদক সালাম আহমদ প্রমুখ।

এ সময় মহানবীর শানে নাতে রাসুল পরিবেশন করা হয়। পরে মিলাদ ও দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে লোকমান হোসেন আনু ঘোষণা করেন প্রতি বছর এ মিলাদুন্নবী আরেব আমিরাতে পালন করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন