­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

পর্তুগালের জাতীয় নির্বাচনে শেষ হাসি হাসলো পর্তুগীজ সোস্যালিস্ট পার্টি



৩০শে জানুয়ারী রোববার দিনটি ছিল পর্তুগীজ  সোস্যালিস্ট পার্টি( পিএস) এর জন্য একটি অতি স্মরণীয় ও ঐতিহাসিক দিন। ১১৭টি আসন পেয়ে প্রথম বারের মতো এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে পর্তুগালের গণমানুষের দল খ্যাত রাজনৈতিক দল এই পিএস।

এদিকে পর্তুগালের প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি  (পিএসডি)  নির্বাচনে আসন পেয়েছে মাত্র ৭১টি। নির্বাচনের প্রাথমিক ফলাফল জানার পর পিএসডি প্রার্থী ও দলের প্রধান মি. রুই রিও কোন প্রকার আপত্তি বা অভিযোগ না তুলে বিজয়ী সোস্যালিস্ট পার্টির প্রার্থী এবং বর্তমান প্রধানমন্ত্রী মি. অ্যান্তোনিও কস্তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নির্বাচনে এককভাবে সংখ্যা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হওয়ায়  দেশের পর্তুগীজ সোস্যালিস্ট পার্টির নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ বিভিন্ন ভাবে তাদের আনন্দ ও আত্মতৃপ্তি প্রকাশ করেছেন। পর্তুগীজ প্রেস মিডিয়া ও গণমাধ্যমকে প্রধানমন্ত্রী  অ্যান্তোনিও কস্তাকে জানিয়েছেন,-‘ এ ফলাফলে পিএস খুবই খুশী, তবে এ বিজয় পুরো পর্তুগীজ দেশ ও জাতির।’

তথ্য বলছে  ২০১৫ ও ২০১৯ সালে পর্তুগীজ সোস্যালিস্ট পার্টি ( পিএস) কোয়ালিশন অর্থাৎ অন্য রাজনৈতিক দলের সাথে শরীক হয়ে সরকার গঠন করে। আর এবারই প্রথম সংখ্যা গরিষ্ঠতা অর্জন  নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে পিএস। বিগত ১ যুগেরও বেশী সময় পর পর্তুগালে এই প্রথম কোন নির্বাচনে প্রথম কোন রাজনৈতিক দল এককভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়েছে।

৩০শে জানুয়ারীর নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের সুশীল সমাজ, রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্র চিন্তাবিদ ও সাধারণ মানুষ। গণমাধ্যমকে তারা জানিয়েছেন যে, আমরা এ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে খুবই খুশী। আমরা বিজয়ী পিএস-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সামনের দিনগুলোতে পিএস সরকার যেন দেশ ও জাতির আরো উন্নয়নের জন্য কাজ করে যেতে পারে আমরা সেই প্রত্যাশা রাখছি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন