­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

লন্ডনে বিশ্বের প্রথম আকাশ পুকুর



 

স্কাই পুল । মানে আকাশ পুকুর। বিশ্বের অন্যতম সেরা পর্যটন শহর লন্ডনে, মাটি থেকে ৩৫ মিটার উচুতে তৈরী করা হয়েছে  একটি ঝুলন্ত সুইমিং পুল। নির্মাতাদের দাবী – এটি পৃথীবির  সর্ব্বোচ্চ ঝুলন্ত এবং সবচেয়ে স্বচ্ছ সুইমিং পুল।

স্কাই পুলকে দুটি অট্টালিকার মাঝের সেতুবন্ধনও বলা হচ্ছে।  তফাৎটা শুধু পায়ে না হেঁটে, সাঁতার কেটে এক অট্টালিকা থেকে অন্য অট্টালিকায় যাওয়া যাবে। দশতলা উঁচু দুটি অ্যাপার্টমেন্ট ব্লকের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্যে তৈরি হয়েছে এই কাচের সুইমিং পুল ব্রিজ।

বিশ্বে এটাই প্রথম সুইমিং পুল ব্রিজ, যার পুরোটাই কাচের। এতে নামলে সাঁতারুর শূন্যে সাঁতার কাটার স্বপ্ন পূরণের সাথে সাথে এর চমক লাগানো একটি দৃশ্যও উপভোগ করতে পারবেন। সাঁতারু সাঁতারের সময় পানিতে চোখ মেললে মনে হবে শূন্যে সাঁতার কাটছেন।অ্যাপার্টমেন্টের নীচে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের মনে হবে- শূন্যে কেউ ভেসে ভেসে উড়ছেন।

এই আকাশ জলাশয়টি লন্ডনের  নাইন এলমস-এ অবস্থিত। এলাকাটি মূলত বিত্তবানদের বসবাসস্থল। এখানকার অট্টালিকাগুলোর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার চেয়ে অনেক বেশী। এখানে বসবাসকারীদের জীবনযাত্রার মান বিলাসবহুল। এবং এখানকার ক্রেতার সংখ্যাও যুক্তরাজ্যের নাগরিকদের তুলনায় বিশ্বের নামকরা ধনাট্যরা। এসব প্রোপার্টিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নিত্য নতুন কৌশল বের করছেন নির্মাণকারীরা।

বিখ্যাত প্রযুক্তিবিদ শন মুলরিয়ান তার এই আধুনিক প্রযুক্তি স্কাই  পুল সম্পর্কে জানান- এটি  ভূমি থেকে ৩৫ মিটার উঁচু। লম্বায় ২৫ মিটার। ২০ সেন্টিমিন্টার মোটা কাচের শিট দিয়ে তৈরী। । গভীরতা ১০ ফুট।এটি দুটি নতুন আবাসিক ভবনের মধ্যে‘স্ট্রাকচার ফ্রি’ সুইমিং পুল। দুটি দশ তলা ভবনের মাঝ খানে তৈরী পুলটি  ১ লাখ ৪৮ হাজার গ্যালন পানি ধরে রাখতে  পারে ।

স্কাই সু্মিং পুল এর সাথে রয়েছে  এটাচড বাথরুম, রেষ্টুরেন্ট, বার। রয়েছে ৫ ধরণের নানন্দিক আলোক সজ্জাও।

শূন্যে ভাসতে চাইলে এই সুইমিং পুলের বিকল্প নেই। সাঁতার কাটতে কাটতে এই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা নীচে কী কী হচ্ছে তা দেখতে পারবেন স্পষ্ট। কার পার্কিং, লন, মানুষের চলাচল সবই দেখা যাবে স্বচ্ছ জলে ডুব দিয়ে।  এই পুল থেকে দেখা যাবে লন্ডনে বিখ্যান লন্ডন আই, টাওয়ার ব্রিজ, ওয়েস্টমিনিষ্টার সহ লন্ডনের বিখ্যাত স্থাপনাগুলোও।

আকাশ  পুকুরটির নকশা তৈরির দায়িত্বে আছে বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ফার্ম অরূপ অ্যাসোসিয়েটস। তাদের সঙ্গে কাজ করছেন অ্যাকোয়ারিয়াম স্পেশালিস্ট রেনল্ডস সংস্থা। বিশ্বের সর্ব্বোচ্চ ঝুলন্ত পুলের মালিক প্রযুক্তিবিদ শন মুলরিয়ান আয়ারল্যান্ডের একটি গ্রামে দরিদ্র পরিবারে  বড় হলেও নিজেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তুলেছেন একজন উঁচুমানের প্রযুক্তিবিদ হিসাবে।

বরাবর চ্যালেঞ্জ নিতে ভালবাসা শন মুলরিয়ান এর  কাছে যে বিপুল পরিমাণ অর্থ এবং জমি আছে তা ডিউক অফ ওয়েস্টমিন্ষ্টারের থেকে কয়েকগুণ বেশি।তার শখ থেকে তৈরী করা স্কাইপুলটি আনুষ্ঠানিকভাবে উন্মক্ত হচ্ছে আগামী ১৯ মে।

মনে  করা হচ্ছে, লন্ডনের স্কাই পুলই হতে যাচ্ছে   ব্রিটেনের  সর্বাধিক আগ্রহের  সুইমিং পুল । যেখানে স্নানের জন্য উচ্চবিত্ত সৌখিনদের   লম্বা সময় ধরে অপেক্ষা করতে হতে পারে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

"এই বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব " -সম্পাদক

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন