এতে আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন ‘১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, আমাদের মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে অন্তহীন প্রেরণার প্রতীক।’
তিনি আরও বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বাধীনতা সংগ্রাম সহ সশস্ত্র মুক্তিযুদ্ধ ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাদের পথ দেখিয়েছেন দেশের শহীদেররক্তের আর বীর মুক্তিযোদ্ধাগণ। এরই ধারাবাহিকতায় এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বানিয়াচং উপজেলা প্রশাসন কতৃক হলরুমে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান উপরোক্ত কথাগুলো বলেছেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হোসেন প্রমুখ।