ইতালির রাজধানী রোমে বাংলাদেশি যৌথ মালিকানাধীন স্বত্বাধিকারী ময়নুল ইসলাম ও জয় শাকিল এর পরিচালনায় শুভ উদ্বোধন হয়ে গেলো Mengarini Al 71 Pizzeria Tavola Calda
করোনার পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বুধবার সন্ধ্যায় ফিতা কেটে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে এই পিজ্জারিয়ার।
রিপোর্ট : মিনহাজ হোসেন ,ইতালী ব্যুরো চীফ। কণ্ঠ: মেহেনাস তাব্বাসুম শেলি