­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «  

কলমাকান্দায় কৃষি অফিসে জনবল সংকট, সেবা ব্যহত



নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা কৃষি অফিসে জনবল সংকট থাকায় দীর্ঘদিন ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসে জনবল সংকটের বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও দৃশ্যমান কোন উদ্যোগ নেয়া হয়নি বলে জানা গেছে ।

স্থানীয় ও কৃষি অফিস সুত্রে  জানা গেছে, জেলার কৃষি প্রধান উপজেলা কলমাকান্দা । এ উপজেলায় আবাদি জমি হচ্ছে ৩১ হাজার ২৬৯ হেক্টর। কৃষি পরিবারের সংখ্যা ৪৫ হাজার ১৬০ জন।  উপজেলার ৮ টি ইউনিয়নে কৃষি সেবা নিশ্চিত করার লক্ষে ২৪টি ব্লক রয়েছে। এ উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত  উপজেলা কৃষি অফিসার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষিসম্প্রসারণ অফিসার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ২৪জনসহ ৪০ জন কর্মরত থাকার কথা কিন্তু তার বিপরীতে ১৬ জন কর্মরত আছেন। এ উপজেলায় কৃষিতে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও  জনবল সংকট থাকার কারণে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হওয়ায় দিন দিন কৃষি কাজের প্রতি আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। কৃষি অফিসার ও মাঠ কর্মীদের সহযোগিতা না পেয়ে ফসলের সঠিক পরিচর্যা করতে পারছেন না।

উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের কৃষক রজব আলী ৫২ বাংলাটিভি কে জানান, আমাদের ইউনিয়নের ওয়ার্ডে  দায়িত্বে থাকা কোন মাঠ কর্মী আসেননি। এমনকি অফিসে গিয়েও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাওয়া যায় না। তবে শুনেছি তাদের জনবল সংকট রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় , কলমাকান্দা উপজেলা কৃষি অফিসের অধীনে দীর্ঘদিন যাবৎ যে সমস্ত পদ শূন্য রয়েছে তা হলো –  উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার একজন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দুইজন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার একজন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ১৫ জন, উচ্চমান সহকারী তথা হিসাব রক্ষক একজন, পি পি এম দুইজন, স্প্রেয়ার মেকানিক একজন, নিরাপত্তা প্রহরী একজনসহ ২৪ টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে উপজেলায়  উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্মরত ৯ জনের মধ্যে মো. ফরিদ হোসেন প্রেষণে গাজীপুর মৌচাকের হর্টিকালচার সেন্টারে কর্মরত আছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করে  ৫২ বাংলাটিভি কে বলেন , জনবল সংকট থাকার কারণে কাজ করতে খুবই হিমশিম খেতে হচ্ছে । আরো কিছু লোকবল পেলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতি মাসেই শূন্য পদের প্রতিবেদন পাঠানো হয়।

এবিষয়ে নেত্রকোণার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে কলমাকান্দা উপজেলা কৃষি অফিসে শূন্য পদের কারণে কৃষি সেবা ব্যহত হচ্ছে বলে সত্যতা নিশ্চিত করে তিনি ৫২ বাংলাটিভিকে বলেন , ‘শূন্য পদ পূরণ করার আমার কোন এখতিয়ার নেই। তবে ইতিমধ্যেই আমরা শূন্যপদের তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেধ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিয়েছি। তারা যদি পদায়ন করেন তাহলে আমরা পদায়ন করতে পারবো। তা না হলে সম্ভব হবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন