­
­
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «   রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা  » «   কাশ্মিরে হামলা : কোন পথে যাবে ভারত, হামলা করবে পাকিস্তানে?  » «   ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় বাংলাদেশি শিক্ষার্থী, থাকবেন যুক্তরাষ্ট্রেই  » «   চট্টগ্রাম থেকে চীনে চালু হচ্ছে কার্গো ফ্লাইট, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার  » «   ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা বাতিল  » «   হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা  » «   যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত, বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ  » «   লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «  

যুক্তরাষ্ট্রে নিহত দুই ভাইকে তাঁদের ঘর তৈরির জায়গায় কবর দেয়া হলো



যুক্তরাষ্ট্রের বেলইডে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের দাফন ময়মনসিংহের নান্দাইলে সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল রোববার (২৩ আগস্ট) রাতে তাদের মরদেহ ঢাকায় পৌঁছায়।

এরপর সোমবার (২৪ আগস্ট) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামে তাদের মরদেহ নিয়ে আসা হয়। দুপুরে নিজ বাড়িতে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুর আবেদিন তুহিন, স্থানীয় নেতৃবৃন্দ, তার পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ উপজেলার হাজারও মানুষ উপস্থিত হয়।

জানাজা শেষে তাদের ঘর তোলার নির্ধারিত জায়গায় দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়।

জানা যায়, নান্দাইল উপজেলার চন্ডীপাশাই উনিয়নের নিজবানাইল গ্রামের সিরাজুল ইসলাম ভূঁইয়া ডিভি লটারিতে ১৯৯১ সালে আমেরিকা যান। বর্তমানে নিউইয়র্ক শহরের এরোস্টিয়া নামক স্থানে বসবাস করে তিনি নির্বাচন কমিশনে চাকরি করছেন।

পরবর্তীতে তিনি স্ত্রীসহ তিন ছেলে মোজাম্মেল হক রাসেল (৩৫), হিমেল আক্তার জয় (৩০), আমিনুল হক আপেল (২৫) ও মেয়ে সাদিয়া শাওলিন বৈশাখীকেও সেখানে নিয়ে যান। বড় ও মেজো ছেলে চাকরি করতেন। ছোট ছেলে ও একমাত্র মেয়ে এখনও পড়াশোনা করছেন।

নিহতদের চাচাত ভাই মোশাররফ হোসেন ভূইয়া জানান, সাপ্তাহিক ছুটিতে তিন ভাই তাদের বন্ধু টাঙ্গাইলের শিহাবকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে কানাডার নায়েগ্রা জলপ্রপাত দেখতে যান। সেখানে দুদিন অবস্থানের পর স্থানীয় সময় গত সোমবার (১৭ আগস্ট) রাত ১টার দিকে ফেরার পথে বাড়ি থেকে প্রায় ৩০০ মাইল দূরে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় চারজনই আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাসেল ও হিমেল মারা যান।

তিনি আরও বলেন, সর্বশেষ করোনার আগে বাড়িতে এসে বসত ঘর করার পরিকল্পনা করে জায়গাও ঠিক করে রেখে গিয়েছিলেন তারা। বাকি ছিল শুধু নির্মাণ সামগ্রী এনে বসত ঘর নির্মাণ করা। তবে এখন সেই স্থানেই নির্মাণ করা হয়েছে দুটি কবর। পাশপাশি দুই ভাই। এ দৃশ্য দেখে এলাকার লোকজন ছাড়াও জানাজায় উপস্থিত সকলেই ডুকরে কেঁদেছেন।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে বাফেলো থেকে নিউ ইয়র্কে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক রাসেল (৩৫) ও হিমেল আক্তার জয় (৩০) নিহত হয়।

নিহত মোজাম্মেল হক রাসেল যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ তারুণ্য নামক একটি সংগঠনের নেতা ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন