বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করেছে আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্প। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্প যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।
রবিবার ১৬ আগস্ট বিকাল ৫ টায় সদর ইউনিয়নের শেরপুর কমিউনিটি ক্লিনিকে একটি বেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,নিউটেশন অফিসার এনামুল হক,ইউনিয়ন কোঅর্ডিনেটর রুজি বেগম,ফিল্ড ফেসিলিলেটর এস এফ ফাতেহা বেগম প্রমুখ। এ ছাড়া আলোচনা সভা, গণসচেতনতামূলক মাইকিং এবং প্রতিটি ইউনিয়নে দুগ্ধদানকারী মায়েদের কাউন্সিলিং করা হয়।
এব্যাপারে পুষ্ঠি কর্মকর্তা এনামুল হক বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কর্মসূচি ১ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে পালন করার থাকলে ও পবিত্র ঈদুল আযহার বন্ধের কারনে সিলেট সিভিল সার্জনের নির্দেশনা মোতাবেক ৯ আগস্ট থেকে ১৬ আগস্টের মধ্যে সকল কর্মসূচি পালন করা হয়।