­
­
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «   কে জিতল—ভারত, না পাকিস্তান?  » «   আওয়ামী লীগের ‘কার্যক্রমে নিষেধাজ্ঞা’র মানে কী?  » «   বাংলাদেশে মার্কিন পণ্যের আমদানি বাড়বে, কমবে শুল্ক  » «   আওয়ামী লীগ নিষেধাজ্ঞার ফল কী? জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন  » «   পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় মানিক  » «   এখন লড়াই ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে: ফরহাদ মজহার  » «   ইতালিতে ‘জিহাদি উসকানি’র অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক  » «   ভারত-পাকিস্তান সংঘাত থামলো কীভাবে, টিকবে কতদিন  » «   আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত, ৭১-এর পর দ্বিতীয়বার নিষিদ্ধ হলো  » «   ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি নিশ্চিত করল ভারত ও পাকিস্তান  » «   সিলেট সীমান্তে ভারতের রাত্রিকালীন কারফিউ  » «  

সিলেটের গোলাপগঞ্জে পিতাকে বেঁধে নির্যাতন
স্ত্রী ও ৩ ছেলে আটক



সিলেটের গোলাপগঞ্জে ছেলেদের নিকট টাকা চাওয়ায় বৃদ্ধ পিতাকে বেঁধে নির্যাতন করেছে ছেলে ও বৃদ্ধের স্ত্রী। ৩ ছেলে ও স্ত্রী মিলে বৃদ্ধ জমির উদ্দিনকে রশি দিয়ে জোরপূর্বক হাত-পা বেঁধে নির্যাতন করে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ নির্যাতনকারী স্ত্রী আকাশুন বেগম(৫০), তিন ছেলে ছালেক (২৫), ছালিক(২৩) ও মানিককে (২০) আটক করেছে ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের নওয়াইর চক গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, স্ত্রী ও ছেলেদের নির্যাতনের শিকার হয়ে অপমানে বিষ পান করে অত্নহত্যা করতে চেয়ে ছিলেন বৃদ্ধ জমির উদ্দিন। তবে তিনি এখন আশংকা মুক্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  মঙ্গলবার সকালে বৃদ্ধ জমির উদ্দিন তার কিছু ঋণ পরিশোধের জন্য স্ত্রী ও ছেলেদের নিকট টাকা চায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে জমির উদ্দিনকে রশি দিয়ে হাত পা বেঁধে নির্যাতন করে। জমির উদ্দিনকে চেপে ধরে রশি দিয়ে বাঁধা ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ।

পরে স্থানীয়রা গিয়ে বৃদ্ধকে মুক্ত করেন। বিষয়টি জানতে পেরে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিমের নেতৃত্বে একদল পুলিশ প্রেরণ করেন থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে স্ত্রী আকাশুনা বেগম, ছেলে ছালেক (২৫) ও ছালিক(২৩) মানিককে (২০) আটক করে থানায় নিয়ে এসেছে।

এদিকে, বৃদ্ধ জমির উদ্দিন স্ত্রী ও ছেলেদের হাতে নির্যাতনের শিকার হয়ে অপমানে বিষ পানে আত্নহত্যার চেষ্টা করলে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি এখন শংকামুক্ত বলে জানা

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনায় শোনার সাথেই সাথেই উপ-পরিদর্শক ফয়জুল করিমের নেতৃত্বে ও এসআই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নির্যাতনকারী তিন ছেলে ও স্ত্রীকে আটক করেছেন। বৃদ্ধ জমির উদ্দিনকে থানায় আনা হয়েছে তার বক্তব্যের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নির্যাতনকারী স্ত্রী সন্তানদের ৮ জুলাই সকালে কোর্টে চালান করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন