পর্তুগালের বন্দর নগরী পর্তুর বাংলাদেশী অধ্যুষিত এলাকায় নতুন করে আতংক সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২ মাস লকডাউনে থাকার পর গত ১৮ মে পর্তুগালে লকডাউন শিথিল করা হয়, তারপর থেকে শুধু লিসবনে যদিও নতুন করে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছিল, অন্যদিকে স্বাভাবিক অবস্থায় ছিল বন্দর নগরী পর্তু।
এদিকে পর্তুর বাংলাদেশী অধ্যুষিত এলাকায় নতুন করে ২ জন কভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন, তারমধ্যে একজন গত ২৪ জুন বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ফেরত এসেছেন।বাংলাদেশ থেকে আসা ঐ বাংলাদেশি যে রুমে থাকতেন, সেই রুমমেটও তার সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। দুজনেই বর্তমানে হসপিটাল সান্ত এন্তোনিয়াতে আছেন। তাঁদের একজন গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে আছেন, এ তথ্য নিশ্চিত করেছেন ৫২বাংলা টিভিকে কে নিশ্চিত করেন পর্তু বাংলাদেশ কমিউনিটি ব্যাক্তিত্ব শাহ আলম কাজল।