­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

কারী শিল্পের মূল্য সংযোজন কর ৫% করার দাবী করেছে বিসিএ
চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে স্মারকলিপি  



করোনা পেনডামিক সময়ে ব্রিটেনের কারী শিল্প অত্যন্ত সংকটময় সময় পার করছে। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে করোনা সময়ের অত্যন্ত কঠিন সময়ে ব্রিটেনের কারী শিল্প শিল্পকে বাচিয়ে রাখতে চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে বর্তমান  মূল্য সংযোজন কর  ২০% এর স্থলে ৫% করার দাবী জানিয়েছেন।

কারী শিল্পের  প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ  গত মার্চ মাস থেকে সরকারের জরুরী ব্যাবস্থাপনার বিশেষ প্যাকেজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে- কোভিড নাইটিং এ চলমান পরিস্থিতিতে কারী শিল্প দিন দিন অন্ধকারের দিকে যাচ্ছে। এবং এরকম চলতে থাকলে  কারি ইন্ড্রাষ্টি অস্থিত্ব সংকটে পড়বে।

ব্রিটেনের বাণিজ্যিক খাতে কারী ইন্ড্রাষ্টির অবস্থান ষষ্ঠ। এবং জাতীয় অর্থনীতিতে বাৎসরিক ৪.২ বিলিয়ন এর বেশী রাজস্ব আয়ের অবদান রাখছে।

প্রায় ১২হাজার রেষ্টুরেন্ট ও টেকওয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ এক স্বারকলিপিতে চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে   জানিয়েছে-  বর্তমান করোনা পরিস্থিতিতে বেশীরভাগ রেষ্টুরেন্ট খোলা সম্ভব হবে না। ফলে রেষ্টুরেন্ট মালিক, স্টাফ ও এই শিল্প সংশ্লিষ্টদের মারাত্নক  অর্থনৈতিক সমস্যায় আগামী দিনগুলো  পার করতে হবে।

এই  ইন্ড্রাষ্ট্রির সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছেন এক লক্ষ মানুষ। কর্মহীন  লক্ষ ষ্টাফদের জীবিকা বন্ধ হলে  আরও কয়েক লাখ পরিবারও পড়বে বিরাট অর্থনৈতিক সংকটে।

চ্যান্সেলর রিশি সোনাক এমপিকে  লিখিত স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে-   করোনা মহামারি সময়ে সার্বিক বিচেনায় ইতিমধ্যে জার্মানী তাদের কারী ইন্ড্রাষ্ট্রির কর ১৯% থেকে কমিয়ে ৭% করেছে।

বিসিএ মনে করে- ব্রিটেনের চলমান ব্যাবসা বাণিজ্যের মধ্যে অন্যতম ক্ষতির সম্মুখীন হচ্ছে  রেষ্টুরেন্ট খাত। এই সংকট সময়ে কারী শিল্পের মূল্য সংযোজন কর বর্তমান ২০% এর স্থলে ৫% করলে কারী ইন্ড্রাষ্টি  মন্দা কাটিয়ে উঠতে সহায়তা করবে। পাশাপাশি করোনা মহামারী সময়ে রেষ্টুরেন্ট ব্যাবসা চালু রাখতে অনুপ্রানীত হবেন। যা সার্বিকভাবে ব্রিটেনের অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতেও সহায়তা করবে বলে বিসিএ বিশ্বাস করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন