গত ২৮শে এপ্রিল রোজ রবিবার বার্সেলোনার স্থানীয় দারুল আমাল জামে মসজিদ প্রাঙ্গনে “সিরাতে মুস্তাকিম বার্সেলোনা শাখার আয়োজনে ‘রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও মাওলানা আজমুল ইসলাম সেলিমের পরিচালনায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ঈশা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে মাওলানা জাহিদ আহমদ ও ক্বারী মাসউদ আহমদ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ হযরত মাওলানা তরিকুল উল্লাহ। এ ছাড়া রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা মতিউর রহমান, মাওলানা আজমুল আলম সেলিম, মাওলানা শরীফ উদ্দিন আযাদ, মাওলানা নুমান আহমদ।
আলোচনা সভায় বক্তারা আমাদের জীবনে রমজানের তাৎপর্য তুলে ধরে রমজানে নেক আমল করার বিভিন্ন পন্থার বিষয়ে আলোচনা করেন। প্রধান আলোচক শায়খ মাওলানা তরিক উল্লাহ বলেন, ‘রমজান মাস হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ককে নিবিড় করার মাস। সিয়াম, তারাবিহ, সেহরি ও ইফতারসহ প্রত্যকটি আমল আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার এক একটি মাধ্যম।’
তিনি বলেন, ‘এগুলো দ্বারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হয়। আল্লাহর সঙ্গে যত বেশি সম্পর্ক হবে তাক্বওয়া তত বেশি অর্জিত হবে। সুতরাং পুরা রমজান মাসব্যাপী এই আমলগুলার মাধ্যমে তাক্বওয়ার চর্চা করতে হবে। আর এটিই হচ্ছে রমজানের শিক্ষা।
আলোচনা সভায় বার্সেলোনার ধর্মপ্রাণ মুসাল্লিরা উপস্থিত ছিলেন। শেষে মাওলানা তারিক উল্লাহ মুসলমান উম্মাহের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে আলোচনা শেষ করেন।