­
­
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «  

লন্ডনে অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমদ জালাল  স্মরণসভা
তিনি ছিলেন সমাজ প্রগতির উজ্জ্বল বাতিঘর



মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাজ প্রগতির  আন্দোলনের অগ্রপথিক অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমদ জালালের স্মরণসভায় বক্তারা বলেছেন , মইনুদ্দিন আহমেদ জালাল ছিলেন গণতন্ত্র সমাজ প্রগতি ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনের অনুকরণীয় ব্যক্তিত্ব। সমাজ প্রগতির লড়াইয়ের প্রশ্নে তিনি ছিলেন অসম সাহসে বুক চিতিয়ে দাঁড়ানো এক তেজি সিংহপুরুষ। তিনি ছিলেন সমাজ প্রগতির এক উজ্জ্বল বাতিঘর।

২১ নভেম্বর বুধবার সন্ধ্যায় লন্ডনের নজরুল সেন্টারে অনুষ্ঠিত মইনুদ্দিন আহমদ জালালের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মইনুদ্দিন জালাল শোকসভা কমিটির আহবায়ক মাহমুদ এ রউফ। শোকসভার মঞ্চে উপস্থিত ছিলেন শোকসভা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক আ ক ম চুন্নু।

শোক সভা পরিচালনা করেন শোকসভা আয়োজক কমিটির সদস্য সত্যব্রত দাস স্বপন।

শুরুতে মইনুদ্দিন জালাল এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।  অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ময়নুদ্দিন জালালের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন নাগরিক শোকসভা আয়োজক কমিটির সদস্য সচিব ইফতেখারুল হক পপলু।

সভায় বক্তারা আরো বলেন, মইনুদ্দিন আহমদ জালাল একজন আইকনিক পরীক্ষিত নেতা ছিলেন।‌ তিনি ছিলেন নেতাদের নেতা। অসাধারণ বিনয়ী এবং পরোপকারী মানুষ হিসেবে তিনি ছিলেন সবার কাছে সমাদৃত। মৌলবাদ সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে দেশের গণ্ডি পেরিয়ে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও মানব মুক্তির সংগ্রামে  সম্পৃক্ত রেখেছিলেন নিজেকে।

পূর্ব লন্ডনের নজরুল সেন্টারে অনুষ্ঠিত শোকসভায় মঈন উদ্দিন আহমেদ জালালের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে লন্ডনের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও শ্রেণী-পেশার মানুষ সমবেত হন।

শোক সভায় বক্তব্য রাখেন সৈয়দ এনামুল ইসলাম, আবেদ আলী আবিদ, সৈয়দ আবুল মনসুর লিলু, হামিদ মোহাম্মদ, সৈয়দ রাকিব উদ্দিন, আব্দুল হালিম চৌধুরী, সৈয়দ এনামুল হক, ফেরদৌসি লিপি ,গোলাম আকবর মুক্তা, ,সাদেক হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহেদ আলী, আলী আহমদ, রেহানা বেগম, পুষ্পিতা গুপ্ত, দেলোয়ার হোসেন সুজন, মঈন উদ্দিন আহমদ জালালের আত্মীয় সালেহ মনির, অহিদুর রহমান খান ও ভাগনা শাহ মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

শোকসভায় সবার বক্তব্যে প্রকাশ পেয়েছে একজন প্রগতিশীল, সংগ্রামী মুক্তচিন্তা চেতনা ও মানবিক মানুষের প্রতিচ্ছবি।

তৃনমূল মানুষের কল্যাণে কাজ করা প্রয়াত অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমদ জালাল  এর সৃজনকর্মকে আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী হিসাবে বাচিয়ে রাখতে একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

 

কণ্ঠ: সুমু মির্জা

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন