৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া, দোয়া করলেন
- আপডেট সময় : ১২:০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 80
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসায় ফেরেন। প্রায় ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধী প্রাঙ্গণে গেলেন খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। এর আগে রাতে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনও ছিলেন।
বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে। একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা জানান, তার স্বামীর সমাধি জিয়ারত করছেন—অস্বাভাবিক কিছু না।
আরেকজনের ভাষ্য, জেল থেকে মুক্ত হওয়ার পর আজ প্রথম তিনি হঠাৎ সমাধিতে যাওয়ার ঘটনাটি বিস্ময়কর। কেউ কেউ ধারণা করছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ সমাধিতে আসা।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বুধবার রাতে হঠাৎ করেই বেগম জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন সবাই তাৎক্ষণিক ব্যবস্থাপনায় চন্দ্রিমা উদ্যানে আসার উদ্যোগ নেন। তিনি মনে করেন, বেগম জিয়ার এই জিয়ারতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্দীদশা থেকে মুক্তি পেয়েছিলেন খালেদা জিয়া।

















