হাবিবুল আউয়ালও গ্রেপ্তার, সাবেক দুই সিইসি-ই ধরা
- আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 211

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। বুধবার (২৫ জুন ২০২৫) সকালে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
এর মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে দুই জনকেই ধরা হলো।
এর আগে রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরার বাসায় বিএনপির অঙ্গসংগঠনগুলোর কিছু নেতাকমমী হানা দিয়ে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা, কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রোববার (২২ জুন) শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি।



















