ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী! কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা রয়েছে

স্পেনে অভিবাসন বিরোধী দাঙ্গায় গ্রেপ্তার ১৪

৫২ বাংলা
  • আপডেট সময় : ০১:১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 269
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনের দক্ষিণ-পূর্বের শহর মার্সিয়ার টোরে পাচেকোতে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়া সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে তিনজন উত্তর আফ্রিকান বংশোদ্ভত। তাঁদের বিরুদ্ধে গত বুধবার ৬৮ বছর বয়ষ্ক ডোমিঙ্গো টমাস ডোমিঙ্গুয়েজের ওপর হামলার অভিযোগ রয়েছে।

গত বুধবার রাস্তায় একজন বয়স্ক ব্যক্তির ওপর অজ্ঞাত হামলাকারীরা হামলা চালায়। ওই হামলার শিকার ব্যক্তি আহত হয়ে বাড়িতে ফিরে আসেন। পরে ওই বয়ষ্ক ব্যক্তির ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই মার্সিয়া এলাকায় অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে ব্যপক উত্তেজনা ও সংঘর্ষ হয়।

দেশটির পুলিশ এবং ওই বয়ষ্ক ব্যক্তির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। তবে, সোশ্যাল মিডিয়ায় অপরাধীদের খুঁজে বের করে আক্রমণ করার আহ্বান দ্রুত ছড়িয়ে যায়।

অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী অভিবাসীদের এখনই বিতারিত করার আহ্বান জানিয়ে উত্তর আফ্রিকান অভিবাসীদের ওপর আক্রমণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গত বুধবারের হামলার শিকার ৬৮ বছর বয়সী ডোমিঙ্গো টমাস ডোমিঙ্গুয়েজ স্প্যানিশ মিডিয়াকে জানিয়েছেন, তিনি সকালে হাঁটার সময় তাঁকে মাটিতে ফেলে আঘাত করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে তাঁর মুখে ব্যাপক আঘাতের চিহ্ন দেখা গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, তাঁর ওপর আক্রমণের উদ্দেশ্য স্পষ্ট নয়। ডোমিঙ্গুয়েজ বলেছেন, তাঁর কাছ থেকে টাকা বা জিনিসপত্র চাওয়া হয়নি এবং আক্রমণকারীরা যে ভাষায় কথা বলেছে তা তিনি বুঝতে পারেননি।

এ ঘটনার পর গত তিন রাত ধরে সংঘর্ষের পর স্প্যানিশ পুলিশ গতকাল আটজনকে গ্রেপ্তার করে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার জেরে অভিবাসন বিরোধী অতি ডানপন্থীদের সঙ্গে উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। এ ঘটনার জেরে স্থানীয় জনগণ এবং অভিবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

স্পেনের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ এই সংঘর্ষে রোববার রাতে টোরে পাচেকোতে দাঙ্গা পুলিশের ওপর কট্টর ডানপন্থী গোষ্ঠীর বেশ কয়েক জন যুবক হামলা চালায়। ওই হামলাকারীদের মধ্যে কেউ কেউ মুখোশ পরে ছিল। এ সময় তাদের পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল এবং জিনিসপত্র ছুড়ে মারতে দেখা যায়। অস্থিরতা দমন করতে পুলিশ রাবার বুলেট ছুড়ে।

কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন বয়স্ক ওই লোকের ওপর হামলার ঘটনায় জড়িত ছিল। তবে, পুলিশ এখনও মূল অপরাধীকে খুঁজছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার করা অন্য ছয়জনের মধ্যে পাঁচজন স্প্যানিয়ার্ড এবং একজন উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। তাদের অন্যর ওপর আক্রমণ, বিশৃঙ্খলা, ঘৃণামূলক অপরাধ বা সম্পদ ক্ষতির জন্য গ্রেপ্তার করা হয়েছে।

স্পেনের ওই অঞ্চলের অভিবাসীদের অনেকেই দ্বিতীয় প্রজন্মের। টোরে পাচেকোর প্রায় ৪০ হাজার জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ অভিবাসী। শহরের আশেপাশের এলাকায় প্রচুর সংখ্যক অভিবাসী রয়েছে, যারা কৃষিতে দিনমজুর হিসেবে কাজ করে। যা মার্সিয়া অঞ্চলের অর্থনীতির অন্যতম স্তম্ভ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্পেনে অভিবাসন বিরোধী দাঙ্গায় গ্রেপ্তার ১৪

আপডেট সময় : ০১:১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

স্পেনের দক্ষিণ-পূর্বের শহর মার্সিয়ার টোরে পাচেকোতে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়া সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে তিনজন উত্তর আফ্রিকান বংশোদ্ভত। তাঁদের বিরুদ্ধে গত বুধবার ৬৮ বছর বয়ষ্ক ডোমিঙ্গো টমাস ডোমিঙ্গুয়েজের ওপর হামলার অভিযোগ রয়েছে।

গত বুধবার রাস্তায় একজন বয়স্ক ব্যক্তির ওপর অজ্ঞাত হামলাকারীরা হামলা চালায়। ওই হামলার শিকার ব্যক্তি আহত হয়ে বাড়িতে ফিরে আসেন। পরে ওই বয়ষ্ক ব্যক্তির ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই মার্সিয়া এলাকায় অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে ব্যপক উত্তেজনা ও সংঘর্ষ হয়।

দেশটির পুলিশ এবং ওই বয়ষ্ক ব্যক্তির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। তবে, সোশ্যাল মিডিয়ায় অপরাধীদের খুঁজে বের করে আক্রমণ করার আহ্বান দ্রুত ছড়িয়ে যায়।

অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী অভিবাসীদের এখনই বিতারিত করার আহ্বান জানিয়ে উত্তর আফ্রিকান অভিবাসীদের ওপর আক্রমণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গত বুধবারের হামলার শিকার ৬৮ বছর বয়সী ডোমিঙ্গো টমাস ডোমিঙ্গুয়েজ স্প্যানিশ মিডিয়াকে জানিয়েছেন, তিনি সকালে হাঁটার সময় তাঁকে মাটিতে ফেলে আঘাত করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে তাঁর মুখে ব্যাপক আঘাতের চিহ্ন দেখা গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, তাঁর ওপর আক্রমণের উদ্দেশ্য স্পষ্ট নয়। ডোমিঙ্গুয়েজ বলেছেন, তাঁর কাছ থেকে টাকা বা জিনিসপত্র চাওয়া হয়নি এবং আক্রমণকারীরা যে ভাষায় কথা বলেছে তা তিনি বুঝতে পারেননি।

এ ঘটনার পর গত তিন রাত ধরে সংঘর্ষের পর স্প্যানিশ পুলিশ গতকাল আটজনকে গ্রেপ্তার করে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার জেরে অভিবাসন বিরোধী অতি ডানপন্থীদের সঙ্গে উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। এ ঘটনার জেরে স্থানীয় জনগণ এবং অভিবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

স্পেনের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ এই সংঘর্ষে রোববার রাতে টোরে পাচেকোতে দাঙ্গা পুলিশের ওপর কট্টর ডানপন্থী গোষ্ঠীর বেশ কয়েক জন যুবক হামলা চালায়। ওই হামলাকারীদের মধ্যে কেউ কেউ মুখোশ পরে ছিল। এ সময় তাদের পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল এবং জিনিসপত্র ছুড়ে মারতে দেখা যায়। অস্থিরতা দমন করতে পুলিশ রাবার বুলেট ছুড়ে।

কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন বয়স্ক ওই লোকের ওপর হামলার ঘটনায় জড়িত ছিল। তবে, পুলিশ এখনও মূল অপরাধীকে খুঁজছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার করা অন্য ছয়জনের মধ্যে পাঁচজন স্প্যানিয়ার্ড এবং একজন উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। তাদের অন্যর ওপর আক্রমণ, বিশৃঙ্খলা, ঘৃণামূলক অপরাধ বা সম্পদ ক্ষতির জন্য গ্রেপ্তার করা হয়েছে।

স্পেনের ওই অঞ্চলের অভিবাসীদের অনেকেই দ্বিতীয় প্রজন্মের। টোরে পাচেকোর প্রায় ৪০ হাজার জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ অভিবাসী। শহরের আশেপাশের এলাকায় প্রচুর সংখ্যক অভিবাসী রয়েছে, যারা কৃষিতে দিনমজুর হিসেবে কাজ করে। যা মার্সিয়া অঞ্চলের অর্থনীতির অন্যতম স্তম্ভ।