ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর নির্বাচন সম্পন্ন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / 953
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর নির্বাচন রবিবার (২০ ফেব্রুয়ারি ) মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।বিপুল উৎসাহ উদ্দিপনায় সকাল ১১ টা থেকে বিকাল ৬ ঘটিকা পর্যন্ত ১৪৮ জন রেজিষ্টার্ড মেম্বারের মধ্যে ১২৯ জন মেম্বার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।নির্বাচনে ১৫ টি বোর্ড অব ট্রাষ্টি পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।তন্মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জনকে বোর্ড অব ট্রাষ্টি নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব প্রবীন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী এসময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার ব্যারিষ্টার নজির আহমদ ও সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি প্রার্থীদের প্রাপ্ত ভোট ফারুক আহমদ ৮৮(নির্বাচিত),নুরুল ইসলাম ৮৫(নির্বাচিত),হাকরুল ইসলাম নজরুল ৭৮(নির্বাচিত),মোঃ চান্দ মিয়া ৭৭(নির্বাচিত),ডাঃ মোহাম্মদ আলী ৭৬(নির্বাচিত),ইলিয়াছ মিয়া ৭৬(নির্বাচিত),ফুল মিয়া ৭৩(নির্বাচিত),হাজী মকদ্দছ আলী ৭১(নির্বাচিত),আরজু মিয়া ৭১(নির্বাচিত),ওয়ালিদ চৌধুরী ৭০(নির্বাচিত),এম মাসুদ আহমদ ৬৯(নির্বাচিত),ইউসুফ চৌধুরী ৬৭(নির্বাচিত),আলী হোসেইন ৬৭(নির্বাচিত),আলী সাদাত ৬৬(নির্বাচিত),আব্দুল মুনিম ও শামীম চৌধুরীর ভোট সমান ৬৫ টি হওয়ায় সমঝোতার ভিত্তিতে আব্দুল মুনিম’কে ১৫ নাম্বার বোর্ড অব ট্রাষ্টি নির্বাচিত ঘোষনা করা হয়।

অন্যান্য প্রার্থীদের ভোট যথাক্রমে জয়নাল আবেদীন ৪৮,হাজী মুছব্বির আলী ৬১,জায়েদুর রহমান চৌধুরী ৫০,নাজমুল হাসান ৪৭,আলী হায়দর ৪৭,নুরুল হক ৫৮,শফিক ইসলাম ৫৫,মোঃ কামরুজ্জামান ৪২,সরওয়ার খান ৫০,তাহের মিয়া ৫৯,সানু মিয়া ৫১,আব্দুস সামাদ ৬২ ও মিসবা উদ্দিন ৪৮ ভোট।

উল্লেখ্য স্টেপনীবাসীর দীর্ঘদিনের প্রচেষ্টায় স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর নির্মান কাজ চলছে।কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় মসজিদ ভবনের প্রায় ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে যাতে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ২.২ মিলিয়ন পাউন্ড।বাকী কাজ সম্পন্ন করতে এখনো আনুমানিক ১.৫ মিলিয়ন পাউন্ড এর প্রয়োজন।নতুন কমিটির মাধ্যমে কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় বাকী কাজ সম্পূর্ণ হবে আশাবাদ সকল মুসল্লি ও কমিউনিটির মানুষের।এই মসজিদের কাজ সম্পন্ন হলে পূর্ব লন্ডনে দ্বিতীয় বৃহত্তম একটি সুন্দর মসজিদ ও কালচারাল সেন্টার এই এলাকাকে আলোকিত করবে ও ইসলামের প্রচার প্রসারে বিরাট ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর নির্বাচন রবিবার (২০ ফেব্রুয়ারি ) মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।বিপুল উৎসাহ উদ্দিপনায় সকাল ১১ টা থেকে বিকাল ৬ ঘটিকা পর্যন্ত ১৪৮ জন রেজিষ্টার্ড মেম্বারের মধ্যে ১২৯ জন মেম্বার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।নির্বাচনে ১৫ টি বোর্ড অব ট্রাষ্টি পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।তন্মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জনকে বোর্ড অব ট্রাষ্টি নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব প্রবীন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী এসময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার ব্যারিষ্টার নজির আহমদ ও সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি প্রার্থীদের প্রাপ্ত ভোট ফারুক আহমদ ৮৮(নির্বাচিত),নুরুল ইসলাম ৮৫(নির্বাচিত),হাকরুল ইসলাম নজরুল ৭৮(নির্বাচিত),মোঃ চান্দ মিয়া ৭৭(নির্বাচিত),ডাঃ মোহাম্মদ আলী ৭৬(নির্বাচিত),ইলিয়াছ মিয়া ৭৬(নির্বাচিত),ফুল মিয়া ৭৩(নির্বাচিত),হাজী মকদ্দছ আলী ৭১(নির্বাচিত),আরজু মিয়া ৭১(নির্বাচিত),ওয়ালিদ চৌধুরী ৭০(নির্বাচিত),এম মাসুদ আহমদ ৬৯(নির্বাচিত),ইউসুফ চৌধুরী ৬৭(নির্বাচিত),আলী হোসেইন ৬৭(নির্বাচিত),আলী সাদাত ৬৬(নির্বাচিত),আব্দুল মুনিম ও শামীম চৌধুরীর ভোট সমান ৬৫ টি হওয়ায় সমঝোতার ভিত্তিতে আব্দুল মুনিম’কে ১৫ নাম্বার বোর্ড অব ট্রাষ্টি নির্বাচিত ঘোষনা করা হয়।

অন্যান্য প্রার্থীদের ভোট যথাক্রমে জয়নাল আবেদীন ৪৮,হাজী মুছব্বির আলী ৬১,জায়েদুর রহমান চৌধুরী ৫০,নাজমুল হাসান ৪৭,আলী হায়দর ৪৭,নুরুল হক ৫৮,শফিক ইসলাম ৫৫,মোঃ কামরুজ্জামান ৪২,সরওয়ার খান ৫০,তাহের মিয়া ৫৯,সানু মিয়া ৫১,আব্দুস সামাদ ৬২ ও মিসবা উদ্দিন ৪৮ ভোট।

উল্লেখ্য স্টেপনীবাসীর দীর্ঘদিনের প্রচেষ্টায় স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর নির্মান কাজ চলছে।কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় মসজিদ ভবনের প্রায় ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে যাতে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ২.২ মিলিয়ন পাউন্ড।বাকী কাজ সম্পন্ন করতে এখনো আনুমানিক ১.৫ মিলিয়ন পাউন্ড এর প্রয়োজন।নতুন কমিটির মাধ্যমে কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় বাকী কাজ সম্পূর্ণ হবে আশাবাদ সকল মুসল্লি ও কমিউনিটির মানুষের।এই মসজিদের কাজ সম্পন্ন হলে পূর্ব লন্ডনে দ্বিতীয় বৃহত্তম একটি সুন্দর মসজিদ ও কালচারাল সেন্টার এই এলাকাকে আলোকিত করবে ও ইসলামের প্রচার প্রসারে বিরাট ভূমিকা পালন করবে।