সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২১ হাজার, বহিষ্কৃত ১১ হাজার
- আপডেট সময় : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / 58
সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম আইন লঙ্ঘন এবং সীমান্ত বিধি ভঙ্গের অভিযোগে গত এক সপ্তাহে ২১ হাজারেরও বেশি প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট ২১ হাজার ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। গালফ নিউজের খবরে বলা হয়েছে, এসব অভিযানে ধরা পড়াদের মধ্যে বহু মানুষই বসবাস, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গ করে সৌদিতে অবস্থান করছিলেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ১২৮ জন বসবাস-সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছেন। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন ৪ হাজার ৮২৬ জন এবং শ্রমবিধি লঙ্ঘনের কারণে ধরা হয়েছে তিন হাজার ১৮০ জনকে। একই সময়ে ২২ হাজার ৭১ জনকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ৫ হাজার ৭৮ জনের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।
গত সপ্তাহে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৬৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের ৫৭ শতাংশ ইথিওপীয়, ৪২ শতাংশ ইয়েমেনি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া দেশত্যাগের চেষ্টা করার সময় আরও ৩১ জন ধরা পড়েন। অভিযানে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মে সহায়তার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভিন্ন অভিযোগে বর্তমানে মোট ৩১ হাজার ৯১ জন বিদেশি আটক অবস্থায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এদের মধ্যে ২৯ হাজার ৫৩৮ জন পুরুষ এবং ১ হাজার ৫৫৩ জন নারী। একই সপ্তাহে সৌদি আরব থেকে ১১ হাজার ৬৭৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
মন্ত্রণালয় কড়া সতর্কবার্তায় বলেছে, অবৈধ বিদেশিদের আশ্রয়, পরিবহন বা সহায়তা দেওয়া গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ বসবাস নিয়ন্ত্রণে এসব অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে বলে সৌদি সরকার জানিয়েছে।

















