সিলেটে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / 1143
শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনলাইন ডেলিভারী কোম্পানী অন-টাইম বিডি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন-টাইম বিডি’র ম্যানেজিং ডাইরেক্টর এডভোকেট সৈয়দ মোঃ দিলোয়ার হোসেন।শাহবাজপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেনু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক জালালাবাদের সিনিয়র স্টাফ রিপোটার মোঃ ফয়সল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন-টাইম বিডি ডেলিভারি এন্ড সার্ভিসের ক্যাশ ইনচার্জ ফাহাদ রহমান কামরান, এডভোকেট জুমেল আহমেদ ইব্রাহিম, এডভোকেট গুলাম রসুল সুমেল, অন-টাইম বিডি’র ভাইস চেয়ারম্যান সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাইম আহমেদ লিয়ান, ব্যবসায়ী মোঃ জাবেদ আহমেদ মাছুম, জাকির আহমেদ, রামপাশা ইউনিয়ন ক্রিকেট আসোসিয়েশনের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, বিশ্বনাথ এম,এ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান, শাহিন আহমেদ, বুরহান উদ্দিন, মাহি আহমেদ,জাকারিয়া আহমেদ, জাবির আহমেদ, সজমুল মিয়া, পাবেল, নাহিদ আহমেদ, মীর শাহ আলম, আরিফীন নাবিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, একজন প্রবাসী শুধু রেমিটেন্স যোদ্ধা না। একজন প্রবাসী বাংলাদেশের এ প্রজন্মের একজন মুক্তিযোদ্ধা।
আয়োজক প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী তাওসিফ আহমেদ চৌধুরী ও স্পেন প্রবাসী এম লায়েবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধিত অতিথির বক্তব্যে কবির আল মাহমুদ বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার গুরুত্ব ও অবদান অপরিসীম।
পরে অন-টাইম বিডি ডেলিভারি এন্ড সার্ভিসের পক্ষ থেকে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।পাশাপাশি অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




















