ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 331
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে পণ্য রপ্তানির জন্য আগামী ২৭ এপ্রিল থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

মাল্টাভিত্তিক গ্যালিস্ট্যার ইনফিনিট এভিয়েশনের মাধ্যমে সিলেট থেকে স্পেনের জারাগোজা শহরে রপ্তানির মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে এই কার্গো ফ্লাইট।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া শুক্রবার এই কার্যক্রম পরিদর্শন করেছেন বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি কার্গো টার্মিনাল এরিয়া ও সংশ্লিষ্ট মেশিনারিজ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাউছার মাহমুদ বলেছেন, এটি দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য প্রেরণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি বলেন, বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষিজ পণ্য, হিমায়িত খাদ্যপণ্য, ফুল, চামড়াজাত সামগ্রী এবং হস্তশিল্প ইত্যাদি পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে রপ্তানিকারকদের সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং পণ্যের গুণগতমান বজায় রাখা সম্ভব হবে।

সিলেট থেকে সফলভাবে কার্গো রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার পর এই সেবার আওতায় আনা হবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকেও। এর মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের রপ্তানিকারকগণও সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার লাভ করবেন বল আশাবাদ বেবিচকের।

কাউছার মাহমুদ বলেন, “ওসমানী বিমানবন্দরে রপ্তানি কার্গো কমপ্লেক্সে এরই মধ্যে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউজ নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে যেখানে দক্ষ জনবল ও অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে। যা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য কর্তৃক সনদপ্রাপ্ত হয়েছে। এরপর পরীক্ষামূলকভাবে বিভিন্ন সময়ে কার্গো পাঠানো হয়েছে। সেই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল থেকে পূর্ণাঙ্গ কার্গো ফ্লাইট শুরু হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল

আপডেট সময় : ০২:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে পণ্য রপ্তানির জন্য আগামী ২৭ এপ্রিল থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

মাল্টাভিত্তিক গ্যালিস্ট্যার ইনফিনিট এভিয়েশনের মাধ্যমে সিলেট থেকে স্পেনের জারাগোজা শহরে রপ্তানির মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে এই কার্গো ফ্লাইট।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া শুক্রবার এই কার্যক্রম পরিদর্শন করেছেন বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি কার্গো টার্মিনাল এরিয়া ও সংশ্লিষ্ট মেশিনারিজ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাউছার মাহমুদ বলেছেন, এটি দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য প্রেরণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি বলেন, বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষিজ পণ্য, হিমায়িত খাদ্যপণ্য, ফুল, চামড়াজাত সামগ্রী এবং হস্তশিল্প ইত্যাদি পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে রপ্তানিকারকদের সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং পণ্যের গুণগতমান বজায় রাখা সম্ভব হবে।

সিলেট থেকে সফলভাবে কার্গো রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার পর এই সেবার আওতায় আনা হবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকেও। এর মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের রপ্তানিকারকগণও সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার লাভ করবেন বল আশাবাদ বেবিচকের।

কাউছার মাহমুদ বলেন, “ওসমানী বিমানবন্দরে রপ্তানি কার্গো কমপ্লেক্সে এরই মধ্যে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউজ নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে যেখানে দক্ষ জনবল ও অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে। যা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য কর্তৃক সনদপ্রাপ্ত হয়েছে। এরপর পরীক্ষামূলকভাবে বিভিন্ন সময়ে কার্গো পাঠানো হয়েছে। সেই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল থেকে পূর্ণাঙ্গ কার্গো ফ্লাইট শুরু হচ্ছে।”