সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ মডেল থানার ওসি
- আপডেট সময় : ০৪:০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / 910
মোহাম্মদ হারুনুর রশীদ চৌধূরী সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়ীত্বরত রয়েছেন। রবিবার (২১মার্চ) জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ফেব্রুয়ারী/২০২১খ্রিঃ মাসে মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অস্ত্র উদ্ধার সহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ মডেল থানাকে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত করেন।
সেই সাথে গ্রেফতারী পরোয়ানা তামিল এবং অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখার জন্যে এসআই(নিঃ) আশীষ চন্দ্র তালুকদার, এসআই(নিঃ) সুরঞ্জিত কুমার দাশ, এসআই(নিঃ) বিকাশ সরকার ও এএসআই(নিঃ) প্রনয় নালকে পুরস্কৃত করে উৎসাহিত করেন। যার ফলে থানায় কর্মরত অন্যান্য অফিসার ফোর্সদের মাঝে উৎসাহ বৃদ্ধি পাবে। ৩ মার্চ ২০২১ কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
মোহাম্মদ হারুনুর রশীদ চৌধূরী পুরস্কার প্রাপ্তি ও জেলার শ্রেষ্ট হওয়ার প্রতিক্রিয়ায় বলেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে আমাকে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারদেরকে পুরস্কৃত করায় আমার ব্যাক্তিগত ও গোলাপগঞ্জ মডেল থানার কর্মরত সকল সদস্যদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এই শ্রেষ্টত্বের মর্যাদার ধারাবাহিকতা যেন রক্ষা করতে পারেন এই দোয়া সবার কাছে কামনা করেন।



















