সারাদেশে ‘বিজয় মশাল রোড শো’ করবে বিএনপি, ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ
- আপডেট সময় : ০৮:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 86
মহান বিজয় দিবসকে সামনে রেখে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ‘বিজয় মশাল রোড শো’ অনুষ্ঠিত হবে। একই দিনে, অর্থাৎ ১৬ ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
তিনি বলেন, ১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে কর্মসূচি শুরু হয়ে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুরে বিজয় মশাল রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন ঐ বিভাগের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং একজন জুলাইযোদ্ধা।
১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের মহাসমাবেশের মধ্য দিয়ে ‘বিজয় মশাল রোড শো’ শেষ হবে। সেখানে পরিবেশিত হবে বিএনপির থিম সং ‘সবার আগে বাংলাদেশ’।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। সেখান থেকে যাত্রা শুরু করে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছবে। বিজয় মিছিলের মশাল বহন করবেন ১৯৭১ সালের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং ২০১৪ সালের একজন জুলাইযোদ্ধা। আমরা মনে করি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের আর ২০২৪ হলো দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার।”
বিএনপি মহাসচিব জানান, দুই সপ্তাহব্যাপী এই বিশেষ ‘রোড শো’ চলাকালে বিভিন্ন বিভাগের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধের গান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
একইসঙ্গে জনগণের সামনে উপস্থাপন করা হবে নিরাপদ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপির ৩১ দফা কর্মসূচি।
তিনি জানান, বিভাগ ঘুরে বিজয় মশাল শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। সেদিন ঢাকার মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’। বিজয় মাস উপলক্ষে এই বিশেষ কর্মসূচির পাশাপাশি অন্যান্য কর্মসূচিও পালন করা হবে।
















