সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ
আল জাজিরার প্রতিবেদন
- আপডেট সময় : ১২:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 246

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পত্তি জব্দ করেছে। আল জাজিরার তদন্তকারী ইউনিটকে (আই-ইউনিট) এ তথ্য জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় বুধবার ‘শেখ হাসিনার নিন্দিত সহযোগীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা’– শিরোনামে আল জাজিরা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন বলছে, বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রধান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মিত্র সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। বাংলাদেশ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে।
আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএ-এর একজন মুখপাত্র জব্দ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে পারি এনসিএ চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দ আদেশ পেয়েছে।
সম্পত্তি জব্দ করার অর্থ হলো কার্যত সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি বিক্রি করা যাবে না।
আল জাজিরা লিখেছে, এমন এক সময়ে ‘ব্রিটেনের এফবিআই’ হিসেবে পরিচিত পুলিশি সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে রয়েছেন। এর আগে গত বছর আল জাজিরা এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে। ওই প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক।
কী পরিমাণ সম্পত্তি জব্দ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে লন্ডনের সেন্ট জনস উডে সাইফুজ্জামান চৌধুরীর বিলাসবহুল বাড়িটিও জব্দের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৪.৮ মিলিয়ন ডলারের কেনা এই বাড়িটি আল জাজিরার আই-ইউনিটের গোপন অনুসসন্ধানে দেখানো হয়েছিল।
সরকারি মন্ত্রী থাকাকালীন সাইফুজ্জামানের সঙ্গে আল জাজিরার সাংবাদিকেরা এ বাড়িতেই দেখা করেছিলেন। সাক্ষাৎকালে তিনি তাঁর বিশ্বব্যাপী সম্পত্তির পোর্টফোলিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বর্ণনা দেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে দেশে হত্যা ও দুর্নীতিসহ নানা অভিযোগের তদন্ত চলছে। শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরী।


















