সাকিবকে আর কখনও খেলতে না দেওয়ার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
- আপডেট সময় : ১২:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 157
বাংলাদেশের ক্রিকেটে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে। জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগও আর মিলবে না তার। তবে এটি সাকিবের নিজস্ব সিদ্ধান্ত নয়। তাকে বাংলাদেশ দলে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া ফোন সাক্ষাৎকারে এ ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা।
সাকিবের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত দুই দিন ধরে আসিফ মাহমুদ ও সাকিবের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই ক্রীড়া উপদেষ্টা টোয়েন্টি ফোরকে বলেন, ‘তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির মর্যাদা বহন করতে দেওয়ার মতো কোনো সুযোগ আমার পক্ষে তৈরি করা সম্ভব নয়। এর আগে বিষয়টি আমি বিসিবিকে না জানালেও এখন বোর্ডকে আমার পরিষ্কার নির্দেশনা থাকবে—সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’
কেন এমন সিদ্ধান্ত, তার ব্যাখ্যাও দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘যতবার তিনি (সাকিব) দেশে খেলার জন্য আসতে চেয়েছেন, তখন বলেছেন—“আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত নই। শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে।” কিন্তু আসল সত্য হচ্ছে, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত, যার প্রমাণ আমরা পেয়েছি।’
শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ ও জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়ে সাকিবের অবস্থান জানতে চাইলে টোয়েন্টি ফোরকে ফোনে সাকিব বলেন, ‘সে (শেখ হাসিনা) তো সব সময় সিরিয়াসলি খেলা ফলো করেছেন, খেলা দেখেনও। খেলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। সেখান থেকেই একটা সম্পর্ক তৈরি হয়েছে, যা রাজনীতির আগে থেকেই। তাই আমি তাকে শুভেচ্ছা জানাতে পারি। তাছাড়া এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য, ইঙ্গিত—এমন কিছুই ছিল না।’




















