শিক্ষার্থী ও সাংবাদিক ভিসায় কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 170
যুক্তরাষ্ট্র প্রশাসন বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ নির্ধারণের প্রস্তাব করেছে। বুধবার প্রকাশিত একটি প্রস্তাবিত সরকারি বিধিমালায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ট্রাম্প প্রশাসনের বৈধ অভিবাসনে কঠোর নীতির আরেকটি দৃষ্টান্ত হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করছেন। ধারণা করা হচ্ছে, নতুন এই পরিবর্তন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকা আরও জটিল করে তুলবে।
বর্তমানে এসব ভিসা সাধারণত সংশ্লিষ্ট কর্মসূচি বা কাজের সময়সীমা পর্যন্ত বৈধ থাকে। তবে প্রস্তাবিত নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান বাড়াতে নতুন করে আবেদন করতে হবে।
প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী:
-
শিক্ষার্থী (এফ ভিসা) ও বিনিময় কর্মসূচির (জে ভিসা) ভিসার মেয়াদ সর্বোচ্চ ৪ বছর।
-
সাংবাদিকদের (আই ভিসা) জন্য ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন (বর্তমানে যা বহু বছর পর্যন্ত বৈধ থাকে)।
-
চীনা সাংবাদিকদের জন্য মেয়াদ হবে মাত্র ৯০ দিন; তবে তারা চাইলে মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন।
ট্রাম্প প্রশাসন এর আগেও বৈধ অভিবাসন নিয়ে কড়াকড়ি করেছে। এর মধ্যে আদর্শগত মতপার্থক্যের কারণে শিক্ষার্থীদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা এবং বহু অভিবাসীর বৈধ অবস্থান বাতিল করার মতো ঘটনাও রয়েছে।
মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন। এছাড়া ২০২৪ অর্থবছরে (শুরু: ১ অক্টোবর ২০২৩) প্রায় ৩ লাখ ৫৫ হাজার বিনিময় কর্মী এবং ১৩ হাজার গণমাধ্যমকর্মী ভিসা পেয়েছেন।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবিত এই নিয়মের তীব্র সমালোচনা করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেছে, “চীন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু দেশের বিরুদ্ধে গৃহীত বৈষম্যমূলক নীতির বিরোধিতা করছে।”
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিসাধারীদের আরও কার্যকরভাবে ‘তদারকি ও নজরদারির’ জন্য এই পরিবর্তন আনা হয়েছে।
প্রস্তাবিত বিধিমালার ওপর সাধারণ মানুষ ৩০ দিনের মধ্যে মতামত জানাতে পারবে।


















