শারজাহ থেকে সুজন মিয়ার লাশ দেশে প্রেরণ ও দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০২:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / 1594
ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাত এসেছিলেন সিলেটের সুজন মিয়া। করোনা সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নিয়তিতে হয়তো লিখা ছিল আরব আমিরাতেই তিনি তার শেষ নি:শ্বাস ত্যাগ করবেন ! চিকিৎসকরা জানিয়েছেন সুজন মিয়ার হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে।
আরব আমিরাতে স্বজনহীন মৃত সুজন মিয়ার লাশ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ নেন বিশিষ্ট কমিউনিটি নেতা সিলেট জেলা উন্নয়ন পরিষদ,ইউএই’র সাধারণ সম্পাদক এম আবুল হাসনাত ও ইউএই আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক আজিম মাস্টার।
দুই প্রবাসী কমিউনিটি নেতা বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এর সরাসরি নির্দেশনায় বিনা খরছে সুনামগঞ্জ ছাতক উপজেলা জাউয়া গ্রামের বাড়িতে সুজন মিয়ার লাশ (৩৮) প্রেরণ করা হয়। মৃত সুজন মিয়ার বাবার নাম আংগুর মিয়া।
গত ১১ জুলাই আরব আমিরাত থেকে লাশটি বাংলাদেশে পাঠানো হয় এবং ১২ জুলাই তার গ্রামে দাফন সম্পন্ন করা হয়।




















