ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মহিলা সমাবেশ’ স্থগিত করল জামায়াত, কারণ কী? ‘নবীগঞ্জের ইতিকথা’র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’

লেবাননের পাশে দাড়িয়েছে মানবিক বাংলাদেশ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৪০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / 1444
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

[youtube]DqZUZ84vH04[/youtube]

 

গত ৪ আগষ্ট বৈরুত বিষ্ফোরণে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ৯টন জরুরী খাদ্য সামগ্রী, ২টন ঔষধ ও ঔষধ সামগ্রী সহ বাংলাদেশ বিমানের একটি পরিবহন বিমান লেবানন পৌছে। ১০ আগষ্ট সোমবার সকাল ৭ টায় বাংলাদেশ নৌবাহীনির ৪ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ সেনা বাহীনির একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমান বাহীনির ১২জন  ক্রুসহ জাহাজটি বৈরুতের রফিক হারিরি বিমান বন্দরে অবতরণ করে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙগীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি লেবানন সরকারের মনোনীত স্থানীয় প্রতিনিধির নিকট বাংলাদেশ সরকারের উক্ত সহায়তা সামগ্রি হস্তান্তর করেন। এসময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিফিলের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট ২০২০ তারিখে আনুমানিক ৬টার দিকে রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে দুইটি শক্তিশালী বিষ্ফোরণ ঘটে। এতে বৈরুতসহ ১০ কিলমিটারের এর অধীক পরিসীমায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। উক্ত বিষ্ফোরণে প্রায় ১৬০জন নিহত হয়, ৬০০০এর অধিক লোক আহত হয় এবং গৃহহারা হয় ৩লক্ষাধিক লোক।

লেবাননের জলসীমায় ইউনিফিলের অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহীনির যুদ্ধজাহাজ বিএনএস বিজয় উক্ত বিষ্ফোরণে আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয় এবং উক্ত জাহাজের ২১জন কর্মকর্তা ও নাবিক আহত হয়। এছাড়া উক্ত বিষ্ফোরণে ৫জন বাংলাদেশী নাগরিক নিহত হয় ও ১০০জনেরও বেশী আহত হয়। লেবাননের এ দুঃসময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের পক্ষে লেবাননের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠায়।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবাননের পাশে দাড়িয়েছে মানবিক বাংলাদেশ

আপডেট সময় : ০৩:৪০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

[youtube]DqZUZ84vH04[/youtube]

 

গত ৪ আগষ্ট বৈরুত বিষ্ফোরণে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ৯টন জরুরী খাদ্য সামগ্রী, ২টন ঔষধ ও ঔষধ সামগ্রী সহ বাংলাদেশ বিমানের একটি পরিবহন বিমান লেবানন পৌছে। ১০ আগষ্ট সোমবার সকাল ৭ টায় বাংলাদেশ নৌবাহীনির ৪ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ সেনা বাহীনির একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমান বাহীনির ১২জন  ক্রুসহ জাহাজটি বৈরুতের রফিক হারিরি বিমান বন্দরে অবতরণ করে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙগীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি লেবানন সরকারের মনোনীত স্থানীয় প্রতিনিধির নিকট বাংলাদেশ সরকারের উক্ত সহায়তা সামগ্রি হস্তান্তর করেন। এসময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিফিলের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট ২০২০ তারিখে আনুমানিক ৬টার দিকে রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে দুইটি শক্তিশালী বিষ্ফোরণ ঘটে। এতে বৈরুতসহ ১০ কিলমিটারের এর অধীক পরিসীমায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। উক্ত বিষ্ফোরণে প্রায় ১৬০জন নিহত হয়, ৬০০০এর অধিক লোক আহত হয় এবং গৃহহারা হয় ৩লক্ষাধিক লোক।

লেবাননের জলসীমায় ইউনিফিলের অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহীনির যুদ্ধজাহাজ বিএনএস বিজয় উক্ত বিষ্ফোরণে আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয় এবং উক্ত জাহাজের ২১জন কর্মকর্তা ও নাবিক আহত হয়। এছাড়া উক্ত বিষ্ফোরণে ৫জন বাংলাদেশী নাগরিক নিহত হয় ও ১০০জনেরও বেশী আহত হয়। লেবাননের এ দুঃসময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের পক্ষে লেবাননের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠায়।