ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লেবাননে অর্থনৈতিক সংকটের কারণে সরকার বিরোধী আন্দোলন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / 986
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থনৈতিক সংকট সমাধানে ব্যর্থ হওয়ায় লেবানন সরকারের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।মুদ্রার দাম কমে যাওয়ার পাশাপাশি বেকারত্বের হার বেড়ে যাওয়ায় এই বিক্ষোভে অংশ নিয়েছেন লেবাননের শত শত মানুষ।

জানা গেছে, গত অক্টোবর থেকে এ পর্যন্ত লেবানিজ পাউন্ডের দাম ৭০ শতাংশ কমে গেছে। আর এই করোনা মহামারিতে দেশটিতে অর্থনৈতিক সংকট আরো তীব্র হয়েছে। লেবাননের বর্তমান জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই বেকার।
শুক্রবার রাতেও লেবাননের রাজধানী বৈরুত এবং উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সে সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। পুলিশও বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে।

ত্রিপোলিতে আন্দোনরত এক বিক্ষোভকারী বলেন, আমরা শুধু একটা কাজ চাই। আমরা সরকারের কোনো ব্যবস্থার ওপর বিশ্বাস করি না।সরকার সকালে এক কথা বলে এবং বিকালে অন্যকথা।

এদিকে লেবানিজ পাউন্ডের দামের পতন ঠেকাতে লেবাননের সরকার বাজারে আরো বেশি মার্কিন ডলার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে লেবাননের বাজারে মার্কিন ডলার ছাড়া হবে। এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন দামে প্রতি ডলারের মূল্য তিন হাজার দুইশত লেবানিজ পাউন্ড হবে। যার আগে মূল্য ছিল দেড় হাজার লেবানিজ পাউন্ডে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবাননে অর্থনৈতিক সংকটের কারণে সরকার বিরোধী আন্দোলন

আপডেট সময় : ০৩:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০

অর্থনৈতিক সংকট সমাধানে ব্যর্থ হওয়ায় লেবানন সরকারের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।মুদ্রার দাম কমে যাওয়ার পাশাপাশি বেকারত্বের হার বেড়ে যাওয়ায় এই বিক্ষোভে অংশ নিয়েছেন লেবাননের শত শত মানুষ।

জানা গেছে, গত অক্টোবর থেকে এ পর্যন্ত লেবানিজ পাউন্ডের দাম ৭০ শতাংশ কমে গেছে। আর এই করোনা মহামারিতে দেশটিতে অর্থনৈতিক সংকট আরো তীব্র হয়েছে। লেবাননের বর্তমান জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই বেকার।
শুক্রবার রাতেও লেবাননের রাজধানী বৈরুত এবং উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সে সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। পুলিশও বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে।

ত্রিপোলিতে আন্দোনরত এক বিক্ষোভকারী বলেন, আমরা শুধু একটা কাজ চাই। আমরা সরকারের কোনো ব্যবস্থার ওপর বিশ্বাস করি না।সরকার সকালে এক কথা বলে এবং বিকালে অন্যকথা।

এদিকে লেবানিজ পাউন্ডের দামের পতন ঠেকাতে লেবাননের সরকার বাজারে আরো বেশি মার্কিন ডলার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে লেবাননের বাজারে মার্কিন ডলার ছাড়া হবে। এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন দামে প্রতি ডলারের মূল্য তিন হাজার দুইশত লেবানিজ পাউন্ড হবে। যার আগে মূল্য ছিল দেড় হাজার লেবানিজ পাউন্ডে।