সংবাদ শিরোনাম :
রানওয়েতে বিকল বিমান, শাহ আমানতে ২ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ
৫২ বাংলা
- আপডেট সময় : ০১:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 274

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ইঞ্জিনের ত্রুটিতে রানওয়েতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে করে প্রায় আড়াইঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল।
সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সৌদি আরবের রিয়াদ থেকে আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। এ সময় ফ্লাইটের ত্রুটির কারণে রানওয়েতে বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টার বেশি এমন অবস্থায় ফ্লাইট ওঠানামাও বন্ধ ছিল। পরবর্তী সময়ে প্রকৌশলরা সেটি ঠিক করার পর রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে নিয়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির বলেন, বর্তমানে ফ্লাইটটিকে বোর্ডিং ব্রিজে নিয়ে যাওয়া হয়েছে।




















