ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে আলতাব আলী পার্কে সমাবেশ ২২শে জুন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • / 1005
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদ ইসলামের অনুসারীদের জন্য সবচেয়ে বড় উৎসব। এর আনন্দ সকলের জন্য সমান হওয়া চাই। অথচ এই দিনে ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠান থেকে ছুটি পেলেও আমাদের মালিকাধীন বেশিরভাগ কর্মক্ষেত্র থেকেই কর্মীদের ছুটি দেয়া হয় না। ফলে ঈদের দিনও তাদের কাজে ছুটতে হয়। এতে হাজার হাজার কর্মী, তাঁর পরিবার ও স্বজনদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এই অসাম্য দূর করা বহুদিনের ন্যায্য দাবী, সামাজিক দাবী এবং সর্বোপরি ধর্মের দাবী।

এই দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের  মালিকদের সদিচ্ছাই যথেষ্ট। তাদের একটি নৈতিক সিদ্ধান্তই বর্তমানের চিত্র বদলে দিতে পারে। বছরে দুটি দিন বন্ধ রেখে কিংবা খোলা রাখার বিকল্প ব্যবস্থা করে মালিকপক্ষ কর্মীদের ঈদের ছুটির ব্যবস্থা করতে পারেন।

যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই – শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি  একটি  যৌথ  সামাজিক আন্দোলন শুরু করেছে। কমিউনিটিতে  সামাজিক প্রচারণার  অংশ হিসাবে  আগামী ২২ জুন বুধবার  আলতাব আলী পার্কে এক  সমাবেশ  এর আয়োজন করা হয়েছে।

এই শুভ উদ্যোগ ও প্রচারণায়    আন্তরিক অংশগ্রহনের জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।

তারিখ ও স্থান: ২২ জুন,বুধবার, ‍আলতাব আলী পার্ক। সময়: বিকাল ৫:৩০টা।

সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা’র  এই  যৌথ  সামাজিক আন্দোলন সম্পর্কিত  যোগাযোগ :  কো-অর্ডিনেটর :  ছরওয়ার আহমদ M :  07985 418432 , আনোয়ারুল ইসলাম অভি  07904971971 ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে আলতাব আলী পার্কে সমাবেশ ২২শে জুন

আপডেট সময় : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২

পবিত্র ঈদ ইসলামের অনুসারীদের জন্য সবচেয়ে বড় উৎসব। এর আনন্দ সকলের জন্য সমান হওয়া চাই। অথচ এই দিনে ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠান থেকে ছুটি পেলেও আমাদের মালিকাধীন বেশিরভাগ কর্মক্ষেত্র থেকেই কর্মীদের ছুটি দেয়া হয় না। ফলে ঈদের দিনও তাদের কাজে ছুটতে হয়। এতে হাজার হাজার কর্মী, তাঁর পরিবার ও স্বজনদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এই অসাম্য দূর করা বহুদিনের ন্যায্য দাবী, সামাজিক দাবী এবং সর্বোপরি ধর্মের দাবী।

এই দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের  মালিকদের সদিচ্ছাই যথেষ্ট। তাদের একটি নৈতিক সিদ্ধান্তই বর্তমানের চিত্র বদলে দিতে পারে। বছরে দুটি দিন বন্ধ রেখে কিংবা খোলা রাখার বিকল্প ব্যবস্থা করে মালিকপক্ষ কর্মীদের ঈদের ছুটির ব্যবস্থা করতে পারেন।

যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই – শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি  একটি  যৌথ  সামাজিক আন্দোলন শুরু করেছে। কমিউনিটিতে  সামাজিক প্রচারণার  অংশ হিসাবে  আগামী ২২ জুন বুধবার  আলতাব আলী পার্কে এক  সমাবেশ  এর আয়োজন করা হয়েছে।

এই শুভ উদ্যোগ ও প্রচারণায়    আন্তরিক অংশগ্রহনের জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।

তারিখ ও স্থান: ২২ জুন,বুধবার, ‍আলতাব আলী পার্ক। সময়: বিকাল ৫:৩০টা।

সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা’র  এই  যৌথ  সামাজিক আন্দোলন সম্পর্কিত  যোগাযোগ :  কো-অর্ডিনেটর :  ছরওয়ার আহমদ M :  07985 418432 , আনোয়ারুল ইসলাম অভি  07904971971 ।