ম্যানচেষ্টার শাহজালালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আর নেই
- আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / 1498
ম্যানচেস্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব,ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (১৫ জুন) সকাল ১১.৫৫ মিনিটে রুশমের পার্কফিল্ডস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
আলাউদ্দিন আহমদ স্ত্রী,২ ছেলে ৩ মেয়ে,নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শভাকাংখী রেখে গেছেন।সদা হাস্যজ্জোল আলাউদ্দিন আহমেদ জীবনের শেষ সময়টুকু পর্যন্ত কাটিয়েছেন কমিনিউটির সেবায়।তিনি ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।প্রায় ৫০ বছর যাবত তিনি স্বপরিবারে ম্যানচেষ্টারে বসবাস করে আসছেন।
তাঁর মৃত্যুতে ম্যানচেস্টারে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার তাঁর আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার প্রতি দোয়া চাওয়া হয়েছে।
আলাউদ্দিন আহমদের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাহাজালার মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছুরাবুর রহমান, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের (জিএমবিএ) সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বাবু , শাহজালাল মসজিদের সাবেক ভাইস চেয়ারম্যান গণি আহমদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ ম্যানচেস্টার শাখার সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা ।

























