ম্যানচেস্টার দুতাবাসে নববর্ষ উদযাপন
- আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
- / 1336
[youtube]Qv0VrExd6lU[/youtube]
চিরায়ত ঐতিহ্য ধারায় ম্যানচেস্টারের বংলাদেশি অভিবাসীরা স্বাগত জানিয়েছে বাংলা নববর্ষকে।এ উপলক্ষে ম্যানচেস্টার হাইকমিশনে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।দুপুর বারোটার সময় মিশনের সামনেই এক আনন্দ র্যালির মধ্য দিয়ে হাইকমিশনের বর্ষবরণ শুরু হয়।এতে নর্থওয়েষ্ট ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা বাঙালি নারী-পুরুষ আর শিশু-কিশোররা অংশগ্রহন করে। আবহমান বাঙালি সংস্কৃতির বিভিন্ন প্রতিকৃতি ও ভিন্ন রং এর ফেষ্টুন অংশগ্রহণকারীদের হাতে শোভিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ম্যানচেস্টার দুতাবাসের সহকারী হাইকমিশনার আব্দুল নাসের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে বিভিন্ন রকমের খাবার ও ঐতিহ্যবাহি জিনিষপত্রের স্টল বসে। বিপুল সংখ্যক দর্শনার্থী দিনটা উপভোগ করে। দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালায় স্থানীয় অনামিকা কালচারাল গ্রুপ ও কৃষ্ণচুড়ার শিল্পীরা এতে গান পরিবেশন করে।অন্যান্যদের মধ্যে গান পরিবেশন করেন মীর গোলাম মোস্তফা, সৈয়দ মাহমুদুর রহমান।
এছাড়া হাইকশিনের নিজস্ব শিল্পীরাও এতে সঙ্গীত পরিবেশন করেন।শিশুদের পরিবেশনায় একটা নাটকও প্রদর্শিত হয়।বিকেল পাচটা পর্যন্ত চলে নববর্ষের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইকমিশনের সোসিয়েল সেক্রেটারী জিল্লুর রহমান।
কণ্ঠ: সাবিনা ইয়াসমিন




















