মসজিদে চুরির চেষ্টায় ধরা যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 115
ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে ধরা পড়েন রানা মিয়া (৩৫) নামের এক যুবক। স্থানীয়দের পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার (২৫ আগস্ট) ভোরে মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত রানা মিয়া সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ওই মসজিদে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল। এতে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ জমে ছিল। সোমবার ভোরে আবারও চুরি করতে এলে তাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে মসজিদ কমিটির সেক্রেটারি সাইফুল ইসলাম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন ডাকেন। উত্তেজিত জনতা তখন রানা মিয়াকে গণপিটুনি দেন, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, “ভোরে মসজিদের তালা ভাঙার শব্দে স্থানীয় কয়েকজন বিষয়টি বুঝতে পারেন। তাদের ডাক-চিৎকারে আরও লোকজন জড়ো হয়ে রানা মিয়াকে ধরে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তিনি আরও জানান, রানা মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে তারাকান্দা থানায় একটি, ময়মনসিংহ কোতোয়ালি থানায় তিনটি ও গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

















