ভেনেজুয়েলার মাচাদোর দেওয়া নোবেল পদক গ্রহণ করলেন ট্রাম্প
- আপডেট সময় : ০৩:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 68
ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই পদকটি তুলে দেন। ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্পের অবস্থানকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমার কাজের স্বীকৃতিতে মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কার দিয়েছেন। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। ধন্যবাদ মারিয়া!”
তিনি এই সাক্ষাৎকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই উপহার ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে তিনি দেখছেন।
পরে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ট্রাম্প ও মাচাদো পাশাপাশি দাঁড়িয়ে আছেন এবং ট্রাম্প একটি বড় সোনালি রঙের ফ্রেমে সংরক্ষিত পদকটি উঁচু করে ধরে আছেন। ছবির ক্যাপশনে বলা হয়, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং এটিকে ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে দেওয়া ব্যক্তিগত কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প পদকটি নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাচাদোর এই পদক্ষেপটি এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প প্রকাশ্যে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর পরিবর্তে মাচাদোকে বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
উল্লেখ্য, গত মাসে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগেই ট্রাম্প নিজে এই পুরস্কারের জন্য প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন এবং পুরস্কার না পাওয়ায় ক্ষোভও প্রকাশ করেছিলেন। যদিও মাচাদো ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন, তবে পুরস্কারের মালিকানা তার কাছেই থাকবে।
এ বিষয়ে নরওয়ের নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর, ভাগাভাগি কিংবা বাতিল করার কোনো সুযোগ নেই।






















