ভিজিট ভিসাধারীদের এয়ারপোর্টে হয়রানী বন্ধের দাবীতে আমিরাতের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / 1590
কিছু সংখ্যক অসাধু ট্রাভেল এজেন্সীর সিন্ডিকেটের যোগসাজশে বাংলাদেশের বিমানবন্দরগুলোর কিছু দুর্নীতিবাজ কর্মচারীদের দ্বারা সংযুক্ত আরব আমিরাতগামী ভিজিট ভিসাধারী যাত্রীদের হয়রানী ও কন্ট্রাক্ট বাণিজ্যের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ীরা আবুধাবিতে সংবাদ সম্মেলন করেছে।
৭ নভেম্বর শনিবার স্থানীয় সময় রাতে আবুধাবীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আলোচনা করেন ব্যবসায়ী জিয়া উদ্দিন তরফদার, আব্দুল মান্নান, শাহেদ নূর,আতাউর রহমান আতা ও আজমল খান।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন , বিগত ৮ বছরেরও বেশী সময় ধরে আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধ । এতে করে আমাদের এই সম্ভাবনাময় শ্রমবাজার এবং বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো দেশি শ্রমিকের অভাবে ভালোমত ব্যবসা করতে না পারায় ব্যবসা বাণিজ্য প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে ।
সংযুক্ত আরব আমিরাত সরকার ভিজিট ভিসায় বাংলাদেশীদের বৈধভাবে আমিরাতে আসার সুযোগ দিলেও তারা ভিসা পরিবর্তন করে কোনো কাজে যোগ দিতে পারতো না | সম্প্রতি ভিজিট ভিসায় আমিরাতে আসার পর ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে কোম্পানির ভিসা বা পার্টনার ভিসা লাগানোর সুযোগ করে দিয়েছে আমিরাত সরকার । কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে ভিজিট ভিসাধারীদের আটকে দেওয়া হচ্ছে ।
তারা অভিযোগ করেন,বিমানবন্দরের কিছু অসাধু কর্মচারী বৈধ ভিজিট ভিসা সহ যাবতীয় ট্রাভেল ডকুমেন্ট থাকা সত্বেও ভিজিট ভিসাধারীদের আসতে বাধা সৃষ্টি করছে।কেবল ‘কন্ট্রাক্ট বানিজ্য’র মাধ্যমে ভিজিট ভিসাধারীদের আসতে দিচ্ছে। যারা কন্ট্রাক্ট করছে না তাদের আটকে দিচ্ছে।
এতে লিখিত বক্তব্য উপস্থাপনকালে ব্যবসায়ী জিয়াউদ্দিন তরফদার বলেন,এভাবে চলতে থাকলে আমরা আরো ক্ষতিগ্রস্থ হব। বাংলাদেশ থেকে ৫০ হাজার টাকা বিমান ভাড়ায় যেখানে তারা এদেশে আসতে পারতেন এখন তাদেরকে দেড় লাখ থেকে এক লাখ আশি হাজার টাকায় চুক্তিতে আসতে হচ্ছে যার ব্যয়ভার বহন করা প্রান্তিক মানুষের পক্ষে দুঃসাধ্য।
তারা এ সমস্যার সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষন করেছেন।





















