বড়লেখার দাসের বাজারের কুটির শিল্পের নেই আগের জৌলুস
- আপডেট সময় : ০৭:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / 991
বর্তমান প্রযুক্তির উৎকর্ষতার ঢেকুর তুলে কুটির শিল্পকে যত অবমূল্যায়নই করা হোক না কেন- এই শিল্প এখনও বাংলাদেশের আবহমান শিল্প ও ঐতিহ্যকে ধরে রেখেছে। বিশেষ করে গ্রাম প্রধান বাংলাদেশের প্রত্যন্ত জনপদে কুটির শিল্প বৃহৎ একটি অংশের জীবন –জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন হয়ে আছে। পাশাপাশি গ্রামীন সংখ্যাঘরিষ্ট মানুষের নিত্য প্রয়োজনীয় কাজের উপকরণের চাহিদা মিটাতে অবদান রাখছে ।
সিলেট বিভাগে এক সময়ে কুটির শিল্পের সুনাম দেশব্যাপী উজ্জ্বলভাবে থাকলেও দিন দিন এর জৌলুস হারাচ্ছে। এর প্রভাব পড়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়ও। বড়লেখার বিখ্যাত দাসের বাজারের কুটির শিল্পে এখন আর নেই সেই পুরো দিনের ঐতিহ্যবাহি ব্যবসা। নেই এই শিল্পের আগের মতো ব্যবসায়িক কদর। বিস্তারিত দেখুন ৫২বাংলার সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো. ইবাদুর রহমান জাকির। কণ্ঠ: আমিরুল ইসলাম সুমন-
[youtube]sAnpCFfXdhE[/youtube]




















