বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান
- আপডেট সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / 1001
মানবতার কল্যানে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতিনিয়ত।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে ৫০ জন এতিম, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ১ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র আয়োজনে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব ও দুর্বার মুক্ত স্কাউট এতে সহযোগিতা করে।এতে সভাপতিত্ব করেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সিনিয়র সহ সভাপতি হাসান পারভেজ চৌধুরী (রাসেল)।বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র প্রতিনিধি শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।




















