বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক‘র মাতার ইন্তেকাল
- আপডেট সময় : ০৪:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / 1973
বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক, ব্যবসায়ী, উদ্যোমী সংগঠক ও কমিনিটির পরিচিতমুখ কামরুল ইসলাম এর মাতা ১২ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বাড়ি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ছোটলিখা দক্ষিনভাগ(ছিগামহল) গ্রামে।
তিনি বড়লেখার হাজিগঞ্জ বাজারের সুলভ ষ্টামভেন্ডার এর স্বত্বাধিকারী হাজী সমছ উদ্দিন এর সহধর্মিনী।
মরহুমার জানাজার নামাজ আজ বাদ যোহর ছিগামহল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।পরে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্নিয় স্বজন রেখে গেছেন।
বড়লেখা ফাউন্ডেশন ইউকের শোক:
এদিকে বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশন এর স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাসেম এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।
এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্নার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন- তিনি ছিলেন অত্যন্ত সরল মনের পরোপকারী একজন প্রবীন। মানুষের সুখ-দুখে তিনি সব সময় পাশে থাকার চেষ্টা করতেন।




















