বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর ইফতার বিতরণ
- আপডেট সময় : ০৪:৩২:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / 1866
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসীদের সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানে নিজ অঞ্চলের সুবিধা বঞ্চিতদের হাতে ভ্রাম্যমান গাড়ি দিয়ে প্রায় পনেরো শতাধিক মানুষের মাঝে শুক্রবার (৭মে) বিকালের মধ্যে ইফতারি বক্স বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদেের চেয়ারম্যান সোয়েব আহমদ । এছাড়া আরো উপস্থিত ছিলেন বড়লেখা হাজীগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক কমিটির সদস্য ছয়দুল ইসলাম,”কোয়াব” বড়লেখার সভাপতি সালেহ আহমদ জুয়েল,শামীম আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালতলী সমাজকল্যাণ পরিষদেের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ইমন, গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার আহমদ নোমান।সার্বিক সহযোগিতায় ছিল কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদ ও গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাব। চান্দগ্রাম বাজার থেকে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ শুরু হয়ে দাসের বাজার,গোয়ালটা বাজার,তালিমপুর,উত্তর চৌমুহনী, বড়লেখা হাজীগঞ্জ বাজার,দক্ষিণ চৌমুহনী, কাঠালতলী, রতুলী হয়ে দক্ষিণভাগ গিয়ে বিতরণ সমাপ্ত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বড়লেখা ফাউন্ডেশন ইউকের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন এই খাদ্য বক্স সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটাবে, স্বাচ্ছ্যন্দ মতো ইফতার করবে রোজাদার।




















