ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী! কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা রয়েছে কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আত্নপ্রকাশ

ব্রিটেনে হসপিটালিটি সেক্টরের ভিএটি হ্রাস : বিসিএ’র অভিনন্দন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
  • / 1586
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিটেনের হসপিটালিটি সেক্টরের জন্যে এবারের গ্রীস্মকালীন বাজেটে ভ্যাট ২০% থেকে কমিয়ে ৫% করার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ঋষি সোনাক।

অর্থনীতিকে পুনরুজ্জীবিত  করার পরিকল্পনার অংশ হিসাবে সরকার  রেস্টুরেন্টগুলোর জন্য প্রবর্তিত  ‘ইট আউট টু হেল্প আউট‘ ডিসকাউন্ট  স্কীম চালু করেছে। একই সাথে ফার্লোস স্কীম গ্রহনকারী ব্যাবসা প্রতিষ্ঠানে যদি কোন স্টাফ কাজে যোগদান করে তাহলে  প্রতিটি স্টাফ এর জন্য  একহাজার পাউন্ড করে বোনাস প্রদান করবে।

চ্যান্সেলরের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে কারী শিল্পের প্রাচীনতম  সংগঠন বিসিএ। এক বিবৃতিতে বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী এবং চীফ ট্রেজারার সাঈদুর রহমান বিপুল চ্যান্সেলার ঋষি সোনাক ও প্রধানমন্ত্রী বরিস জনসন কে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্তে আবারো ঘুরে দাঁড়াবে  বর্তমান সময়ে চরম সংকটে  পড়া কারী শিল্প।

ব্রিটেনে কারী শিল্পের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ  ২০১৩ সালে সরকার ভ্যাট ২০% উন্নীত করার পর থেকে এর বিরুদ্ধে ক্যাম্পেইন করে আসছে।

 

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে গত মে মাসে , করোনা পেনডামিক  সময়ে ব্রিটেনের কারী  শিল্পকে বাচিয়ে রাখতে চ্যান্সেলর ঋষি সোনাক এমপিকে  ভ্যাট ২০%  থেকে ৫%  করার দাবী জানিয়ে  স্বারকলিপি প্রদান করে।

এছাড়াও কারী সংগঠন বিসিএ সরকারের  সংশ্লিষ্ট  বিভাগগুলোতেও  করোনা মহামারী সময়ে কারী ইন্ড্রাষ্ট্রির সমস্যা  এবং এই জাতীয় দুর্যোগ থেকে  সমন্ধিত কাজের মাধ্যমে উত্তোরণের বিষয়ে লবিং করে আসছে । বিসিএ মনে করে সরকারের সাথে ধারাবাহিক লবিংয়ে  হসপিটালিটি সেক্টরকে  ভ্যাট  হ্রাস বিষয়ে সময় উপযোগি সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।

বিসিএ  আশা প্রকাশ করেছে, চ্যান্সেলর ঘোষিত ৫% ভ্যাট হ্রাস ৬মাস সময় থেকে বাড়িয়ে আরও দীর্ঘ সময় করার দাবীটি বিশেষ বিবেচনা করা হবে। কারণ অসংখ্য ছোট  ব্যাবসা প্রতিষ্ঠান আছে যারা এই স্বপ্ল সময়ে তাদের ঘুরে দাড়ানো  প্রায় অসম্ভব ।

ব্রিটেনের বাণিজ্যিক খাতে কারী ইন্ড্রাষ্টির অবস্থান ষষ্ঠ। এবং জাতীয় অর্থনীতিতে বাৎসরিক ৪.২ বিলিয়ন এর বেশী রাজস্ব আয়ের অবদান রাখছে। প্রায় ১২হাজার রেষ্টুরেন্ট ও টেকওয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ মনে করছে  বর্তমান করোনা পরিস্থিতিতে কারী ইন্ড্রাষ্টিতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিসিএ‘র প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- হসপিটালিটি সেক্টরে ভ্যাট ৫% করার দাবীকে সমর্থন করে সংগঠনের পাশে থাকার জন্য তাদের  সাপোর্টার, স্টেকহোল্ডার, এমপি এবং লর্ডসদের ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে  সিবিআই প্রেসিডেন্ট লর্ড কারোন বিলোমরিয়া, মিনিস্টার ফর স্মল বিজনেস,কনজ্যুমারস এন্ড লেবার মার্কেটস বিষয়ক  পার্লামেন্টারী বোর্ডের সেক্রেটারী  পল স্ক্যালি এমপি এবং ওয়ার্ক অ্যান্ড পেনশন অ্যান্ড এমপ্লয়মেন্ট এর শ্যাডো মিনিস্টার  সীমা মালহোত্রা এমপি কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

এছাড়াও  সংগঠনের  সাবেক প্রেসিডেন্ট  পাশা খন্দকার এমবিই ও কামাল ইয়াকুব  এই কাজে তাদের শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য বিসিএ‘র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

বিসিএ সভাপতি এম এ মুনিম বলেছেন, সরকার ঘোষিত ৫% ভ্যাট  ধার্যকে  আমাদের ধারাবাহিক লবিং এর বিজয় হিসাবেই আমরা দেখছি। এর ফলে  শুধুমাত্র  রেষ্টুরেন্ট ব্যাবসায়ীরা  উপকৃত হবেন না। ব্রিটেনের গোটা হসপিটালিটি সেক্টর এবং ছোট ব্যাবসায়িরাও উপকৃত হবেন।

বিসিএর সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী বলেছেন,ভ্যাট এর হার কমানোতে ব্যাবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। এবং করোনা সংকট সময়ে নতুন করে আমাদেরকে ব্যাবসায় মনোনিবেশ করতে মানষিক ও অথনৈতিকভাবে উৎসাহিত করবে।

বিসিএ‘র প্রধান চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বলেছেন,চ্যান্সেলার ঋষি সোনাক  আমাদের দাবীগুলো শুনেছেন। আমরা যা চেয়েছিলাম তা বাস্তবতার নিরিখেই উপস্থাপন করা হয়েছিল। জার্মানি ইতিমধ্যে তাদের হসপিটালিটি সেক্টরের ভ্যাট একইভাবে কমিয়েছে। চ্যান্সেলরের  এই যুগান্তকারী পদক্ষেপ  কারী ইন্ড্রাষ্টিতে কিছুটা হলেও স্বস্থি আনবে বলে আমরা মনে করছি।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রিটেনে হসপিটালিটি সেক্টরের ভিএটি হ্রাস : বিসিএ’র অভিনন্দন

আপডেট সময় : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০

ব্রিটেনের হসপিটালিটি সেক্টরের জন্যে এবারের গ্রীস্মকালীন বাজেটে ভ্যাট ২০% থেকে কমিয়ে ৫% করার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ঋষি সোনাক।

অর্থনীতিকে পুনরুজ্জীবিত  করার পরিকল্পনার অংশ হিসাবে সরকার  রেস্টুরেন্টগুলোর জন্য প্রবর্তিত  ‘ইট আউট টু হেল্প আউট‘ ডিসকাউন্ট  স্কীম চালু করেছে। একই সাথে ফার্লোস স্কীম গ্রহনকারী ব্যাবসা প্রতিষ্ঠানে যদি কোন স্টাফ কাজে যোগদান করে তাহলে  প্রতিটি স্টাফ এর জন্য  একহাজার পাউন্ড করে বোনাস প্রদান করবে।

চ্যান্সেলরের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে কারী শিল্পের প্রাচীনতম  সংগঠন বিসিএ। এক বিবৃতিতে বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী এবং চীফ ট্রেজারার সাঈদুর রহমান বিপুল চ্যান্সেলার ঋষি সোনাক ও প্রধানমন্ত্রী বরিস জনসন কে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্তে আবারো ঘুরে দাঁড়াবে  বর্তমান সময়ে চরম সংকটে  পড়া কারী শিল্প।

ব্রিটেনে কারী শিল্পের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ  ২০১৩ সালে সরকার ভ্যাট ২০% উন্নীত করার পর থেকে এর বিরুদ্ধে ক্যাম্পেইন করে আসছে।

 

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে গত মে মাসে , করোনা পেনডামিক  সময়ে ব্রিটেনের কারী  শিল্পকে বাচিয়ে রাখতে চ্যান্সেলর ঋষি সোনাক এমপিকে  ভ্যাট ২০%  থেকে ৫%  করার দাবী জানিয়ে  স্বারকলিপি প্রদান করে।

এছাড়াও কারী সংগঠন বিসিএ সরকারের  সংশ্লিষ্ট  বিভাগগুলোতেও  করোনা মহামারী সময়ে কারী ইন্ড্রাষ্ট্রির সমস্যা  এবং এই জাতীয় দুর্যোগ থেকে  সমন্ধিত কাজের মাধ্যমে উত্তোরণের বিষয়ে লবিং করে আসছে । বিসিএ মনে করে সরকারের সাথে ধারাবাহিক লবিংয়ে  হসপিটালিটি সেক্টরকে  ভ্যাট  হ্রাস বিষয়ে সময় উপযোগি সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।

বিসিএ  আশা প্রকাশ করেছে, চ্যান্সেলর ঘোষিত ৫% ভ্যাট হ্রাস ৬মাস সময় থেকে বাড়িয়ে আরও দীর্ঘ সময় করার দাবীটি বিশেষ বিবেচনা করা হবে। কারণ অসংখ্য ছোট  ব্যাবসা প্রতিষ্ঠান আছে যারা এই স্বপ্ল সময়ে তাদের ঘুরে দাড়ানো  প্রায় অসম্ভব ।

ব্রিটেনের বাণিজ্যিক খাতে কারী ইন্ড্রাষ্টির অবস্থান ষষ্ঠ। এবং জাতীয় অর্থনীতিতে বাৎসরিক ৪.২ বিলিয়ন এর বেশী রাজস্ব আয়ের অবদান রাখছে। প্রায় ১২হাজার রেষ্টুরেন্ট ও টেকওয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ মনে করছে  বর্তমান করোনা পরিস্থিতিতে কারী ইন্ড্রাষ্টিতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিসিএ‘র প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- হসপিটালিটি সেক্টরে ভ্যাট ৫% করার দাবীকে সমর্থন করে সংগঠনের পাশে থাকার জন্য তাদের  সাপোর্টার, স্টেকহোল্ডার, এমপি এবং লর্ডসদের ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে  সিবিআই প্রেসিডেন্ট লর্ড কারোন বিলোমরিয়া, মিনিস্টার ফর স্মল বিজনেস,কনজ্যুমারস এন্ড লেবার মার্কেটস বিষয়ক  পার্লামেন্টারী বোর্ডের সেক্রেটারী  পল স্ক্যালি এমপি এবং ওয়ার্ক অ্যান্ড পেনশন অ্যান্ড এমপ্লয়মেন্ট এর শ্যাডো মিনিস্টার  সীমা মালহোত্রা এমপি কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

এছাড়াও  সংগঠনের  সাবেক প্রেসিডেন্ট  পাশা খন্দকার এমবিই ও কামাল ইয়াকুব  এই কাজে তাদের শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য বিসিএ‘র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

বিসিএ সভাপতি এম এ মুনিম বলেছেন, সরকার ঘোষিত ৫% ভ্যাট  ধার্যকে  আমাদের ধারাবাহিক লবিং এর বিজয় হিসাবেই আমরা দেখছি। এর ফলে  শুধুমাত্র  রেষ্টুরেন্ট ব্যাবসায়ীরা  উপকৃত হবেন না। ব্রিটেনের গোটা হসপিটালিটি সেক্টর এবং ছোট ব্যাবসায়িরাও উপকৃত হবেন।

বিসিএর সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী বলেছেন,ভ্যাট এর হার কমানোতে ব্যাবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। এবং করোনা সংকট সময়ে নতুন করে আমাদেরকে ব্যাবসায় মনোনিবেশ করতে মানষিক ও অথনৈতিকভাবে উৎসাহিত করবে।

বিসিএ‘র প্রধান চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বলেছেন,চ্যান্সেলার ঋষি সোনাক  আমাদের দাবীগুলো শুনেছেন। আমরা যা চেয়েছিলাম তা বাস্তবতার নিরিখেই উপস্থাপন করা হয়েছিল। জার্মানি ইতিমধ্যে তাদের হসপিটালিটি সেক্টরের ভ্যাট একইভাবে কমিয়েছে। চ্যান্সেলরের  এই যুগান্তকারী পদক্ষেপ  কারী ইন্ড্রাষ্টিতে কিছুটা হলেও স্বস্থি আনবে বলে আমরা মনে করছি।