ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

ব্রিটেনে প্রতি ৭জনে একজন শিশু যৌন নির্যাতনের শিকার 

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • / 1436
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ড ও ওয়েলসে ১৬ বছর পেরুনোর আগেই  প্রতি ৭ জন মেয়ের মধ্যে  একজন এবং প্রতি ২০ ছেলের মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

এই যৌন নির্যাতনের বেশীর ভাগের খবর পাওয়া বা  উন্মোচিত হয় না। এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও  চাইল্ড এ্যাভিউজ  ঘটনা  চেপে রাখা হয় বলে জানিয়ে ব্রিটেনের সেন্টার অফ এক্সপাটিজ অন চাইন্ড এ্যাভিউজ(সিএসএ সেন্টার)। এ কারণে দিন দিন চাইল্ড এ্যাভিউজ এর সংখ্যা বাড়ছে বলেও মন্তব্য করেছে  সংস্থাটি।

সিএসএ সেন্টার বলছে, শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা দিন দিন গোপন হচ্ছে এবং  নির্যাতনের হার দিন দিন আরও বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

এদিকে ২০০৯ সালে  এনএসপিসিসি পরিচালিত এক সমীক্ষায়  দেখা গেছে, যুক্তরাজ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে শতকরা  ২৮.১ ভাগ যৌন হয়রানীর শিকার হয়েছেন।

এই পরিসংখ্যান ও অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে সিএসএ সেন্টার আরও তথ্যভিত্তিকভাবে মনে করছে যে, অপ্রাপ্ত বয়স্কদের  শতকরা ১৫ভাগ মেয়ে এবং ৫ভাগ ছেলে-বয়স ১৬ পেরুনোর আগেই  যৌন নির্যাতনের শিকার হচ্ছে।

এই যৌন হয়রানীর মধ্যে  পড়ে সকল  অশ্লীল কনটেন্ট ও এর ব্যবহার,  একাজে প্রলুব্ধ করার মতো সকল যোগাযোগ মাধ্যমে হয়রানী ইত্যাদি।

বিশেষজ্ঞরা ইতিমধ্যে হুশিয়ারি দিয়ে  বলেছেন, করোনা পেনডামিকের  অনেক  আগে আদালতে চলমান অনেক মামলা এখনও নিস্পত্তি হয়নি।

সিএসএ  এর পরিচালক ইয়্যান ডেন  উদ্ধেগ প্রকাশ করে পুলিশ,শিক্ষক, স্যোসাল ওয়ারকার সহ সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানে কর্মরতদের উচ্চতর প্রশিক্ষণ ও প্রতিরোধে কার্যকর প্রদক্ষেপ গ্রহন এবং   বিশেষজ্ঞদের মাধ্যমে যৌন নির্যাতনের সকল ইনসিডেন্ট এর বিস্তারিত ডাটা তৈরীর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমরা সমাজে শিশু যৌন নির্যাতন দেখতে চাইনা। এবং একই সময়ে এটাও শুনতে চাইনা যে, এটা আমাদের আশপাশে সত্যিকার ঘটছে। এটা খুব গুরুত্বপূণ যে, শিশুদের যৌন নিপীড়ন বন্ধে সমাজের প্রতিটি স্তরে  এটি প্রতিরোধে কার্যকরী ভূমিকা থাকা জরুরী।

সিএসএ এর পরিচালক ইয়্যান ডেন  আরও বলেন, করোনা পেনডামিকে লকডাউনে শিশুদের ঘরে থাকতে হয়েছে। আতংকগ্রস্থ এই সময়ে  বাচ্চারা পরিবারে ইন্টারনেট ব্যবহার করেছে বেশী এবং এসময় তাদের তদারকি করাও  ছিল বড় একটি চ্যালেঞ্জ।  এখন সবচেয়ে  গুরুত্বপূর্ণ হলো-  আত্নবিশ্বাসের সাথে বাচ্চাদের সুরক্ষা করা।

প্রসঙ্গত, ব্রিটেনের  ল্যোকাল ‍অথরিটি চিলনড্রেন সার্ভিসেস ডাটা বলছে, সাম্প্রতিক সময়ে ১৮ বছরের নিচের শিশুদের সুরক্ষা পরিকল্পনা নিকট বছরগুলোর তুলনায় আশংকাজনকভাবে হ্রাস পেয়েছে।

 

ব্রিটেনে প্রতি ৭জনে একজন শিশু যৌন নির্যাতনের শিকার ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

 

 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আনোয়ারুল ইসলাম অভি

সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম
ট্যাগস :

ব্রিটেনে প্রতি ৭জনে একজন শিশু যৌন নির্যাতনের শিকার 

আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

ইংল্যান্ড ও ওয়েলসে ১৬ বছর পেরুনোর আগেই  প্রতি ৭ জন মেয়ের মধ্যে  একজন এবং প্রতি ২০ ছেলের মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

এই যৌন নির্যাতনের বেশীর ভাগের খবর পাওয়া বা  উন্মোচিত হয় না। এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও  চাইল্ড এ্যাভিউজ  ঘটনা  চেপে রাখা হয় বলে জানিয়ে ব্রিটেনের সেন্টার অফ এক্সপাটিজ অন চাইন্ড এ্যাভিউজ(সিএসএ সেন্টার)। এ কারণে দিন দিন চাইল্ড এ্যাভিউজ এর সংখ্যা বাড়ছে বলেও মন্তব্য করেছে  সংস্থাটি।

সিএসএ সেন্টার বলছে, শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা দিন দিন গোপন হচ্ছে এবং  নির্যাতনের হার দিন দিন আরও বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

এদিকে ২০০৯ সালে  এনএসপিসিসি পরিচালিত এক সমীক্ষায়  দেখা গেছে, যুক্তরাজ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে শতকরা  ২৮.১ ভাগ যৌন হয়রানীর শিকার হয়েছেন।

এই পরিসংখ্যান ও অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে সিএসএ সেন্টার আরও তথ্যভিত্তিকভাবে মনে করছে যে, অপ্রাপ্ত বয়স্কদের  শতকরা ১৫ভাগ মেয়ে এবং ৫ভাগ ছেলে-বয়স ১৬ পেরুনোর আগেই  যৌন নির্যাতনের শিকার হচ্ছে।

এই যৌন হয়রানীর মধ্যে  পড়ে সকল  অশ্লীল কনটেন্ট ও এর ব্যবহার,  একাজে প্রলুব্ধ করার মতো সকল যোগাযোগ মাধ্যমে হয়রানী ইত্যাদি।

বিশেষজ্ঞরা ইতিমধ্যে হুশিয়ারি দিয়ে  বলেছেন, করোনা পেনডামিকের  অনেক  আগে আদালতে চলমান অনেক মামলা এখনও নিস্পত্তি হয়নি।

সিএসএ  এর পরিচালক ইয়্যান ডেন  উদ্ধেগ প্রকাশ করে পুলিশ,শিক্ষক, স্যোসাল ওয়ারকার সহ সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানে কর্মরতদের উচ্চতর প্রশিক্ষণ ও প্রতিরোধে কার্যকর প্রদক্ষেপ গ্রহন এবং   বিশেষজ্ঞদের মাধ্যমে যৌন নির্যাতনের সকল ইনসিডেন্ট এর বিস্তারিত ডাটা তৈরীর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমরা সমাজে শিশু যৌন নির্যাতন দেখতে চাইনা। এবং একই সময়ে এটাও শুনতে চাইনা যে, এটা আমাদের আশপাশে সত্যিকার ঘটছে। এটা খুব গুরুত্বপূণ যে, শিশুদের যৌন নিপীড়ন বন্ধে সমাজের প্রতিটি স্তরে  এটি প্রতিরোধে কার্যকরী ভূমিকা থাকা জরুরী।

সিএসএ এর পরিচালক ইয়্যান ডেন  আরও বলেন, করোনা পেনডামিকে লকডাউনে শিশুদের ঘরে থাকতে হয়েছে। আতংকগ্রস্থ এই সময়ে  বাচ্চারা পরিবারে ইন্টারনেট ব্যবহার করেছে বেশী এবং এসময় তাদের তদারকি করাও  ছিল বড় একটি চ্যালেঞ্জ।  এখন সবচেয়ে  গুরুত্বপূর্ণ হলো-  আত্নবিশ্বাসের সাথে বাচ্চাদের সুরক্ষা করা।

প্রসঙ্গত, ব্রিটেনের  ল্যোকাল ‍অথরিটি চিলনড্রেন সার্ভিসেস ডাটা বলছে, সাম্প্রতিক সময়ে ১৮ বছরের নিচের শিশুদের সুরক্ষা পরিকল্পনা নিকট বছরগুলোর তুলনায় আশংকাজনকভাবে হ্রাস পেয়েছে।

 

ব্রিটেনে প্রতি ৭জনে একজন শিশু যৌন নির্যাতনের শিকার ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧