ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

বিয়ানীবাজার ক্রিকেট লীগে  রাশেদের অর্ধ শতকে ঈগলকে হারিয়ে জলঢুপের জয়

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • / 1284
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সপ্তম বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগের  ১ম বিভাগের ১৫তম ম্যাচে রাশেদের ঝড়ো অর্ধ শতকে ভর করে ঈগল ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে জয়লাভ করেছে জলঢুপ ক্রিকেট ক্লাব।

১৫ জানুয়ারি,বুধবার বিকালে পৌরশহরের ওসমানী স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাট করতে নামে ঈগল ক্রিকেট ক্লাব। ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে ঈগল। দলের পক্ষে শুহিন ২৯ বলে ২৪ রান ও অলি ২২ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে, জলঢুপের সাদিল ৩ ও হিরা ২টি উইকেট নেন।

জবাবে জলঢুপ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে রাশেদের অর্ধ শতকে ভর করে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের দ্বার প্রান্তে পৌছে  যায়। পরে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে জলঢুপ ক্রিকেট ক্লাব।

জবাবে জলঢুপ ক্রিকেট ক্লাব এর রাশেদ ৩৪ বলে ৫১ রান ও আরিফ ২৭ বলে ২৭ রান সংগ্রহ করেন।  ঈগল ক্রিকেট ক্লাবের তানভির ও মুন্না একটি করে উইকেট নেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যাক্সিমাম ফোর নির্বাচিত হয়েছেন জলঢুপ ক্রিকেট ক্লাবের রাশেদ আহমদ। এছাড়া এক্সাইটিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন জলঢুপ ক্রিকেট ক্লাব এর আরিফ।

একনজরে ফলাফল:

ঈগল ক্রিকেট ক্লাব: ১৩১/৮। ওভার ১৮। ছাদিক ৪ ওভার ৩১/৩। হিরা ৩ ওভার ১৮/২।
জলঢুপ ক্রিকেট ক্লাব ১৩২/৩ । ওভারঃ১৫.৩(১৮)। রাশেদ ৩৪ বলে ৫১ রান। আরিফ ২৭ বলে ২৭ রান। জাবেদ  ১৯ রান  (অপরাজিত)।
ম্যান অব দ্যা ম্যাচ:  রাশেদ (জলঢুপ)
ম্যাক্সিমাম ফোর : রাশেদ (জলঢুপ)
এক্সাইটিং প্লেয়ার: আরিফ(জলঢুপ)।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ানীবাজার ক্রিকেট লীগে  রাশেদের অর্ধ শতকে ঈগলকে হারিয়ে জলঢুপের জয়

আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০

সপ্তম বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগের  ১ম বিভাগের ১৫তম ম্যাচে রাশেদের ঝড়ো অর্ধ শতকে ভর করে ঈগল ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে জয়লাভ করেছে জলঢুপ ক্রিকেট ক্লাব।

১৫ জানুয়ারি,বুধবার বিকালে পৌরশহরের ওসমানী স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাট করতে নামে ঈগল ক্রিকেট ক্লাব। ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে ঈগল। দলের পক্ষে শুহিন ২৯ বলে ২৪ রান ও অলি ২২ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে, জলঢুপের সাদিল ৩ ও হিরা ২টি উইকেট নেন।

জবাবে জলঢুপ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে রাশেদের অর্ধ শতকে ভর করে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের দ্বার প্রান্তে পৌছে  যায়। পরে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে জলঢুপ ক্রিকেট ক্লাব।

জবাবে জলঢুপ ক্রিকেট ক্লাব এর রাশেদ ৩৪ বলে ৫১ রান ও আরিফ ২৭ বলে ২৭ রান সংগ্রহ করেন।  ঈগল ক্রিকেট ক্লাবের তানভির ও মুন্না একটি করে উইকেট নেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যাক্সিমাম ফোর নির্বাচিত হয়েছেন জলঢুপ ক্রিকেট ক্লাবের রাশেদ আহমদ। এছাড়া এক্সাইটিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন জলঢুপ ক্রিকেট ক্লাব এর আরিফ।

একনজরে ফলাফল:

ঈগল ক্রিকেট ক্লাব: ১৩১/৮। ওভার ১৮। ছাদিক ৪ ওভার ৩১/৩। হিরা ৩ ওভার ১৮/২।
জলঢুপ ক্রিকেট ক্লাব ১৩২/৩ । ওভারঃ১৫.৩(১৮)। রাশেদ ৩৪ বলে ৫১ রান। আরিফ ২৭ বলে ২৭ রান। জাবেদ  ১৯ রান  (অপরাজিত)।
ম্যান অব দ্যা ম্যাচ:  রাশেদ (জলঢুপ)
ম্যাক্সিমাম ফোর : রাশেদ (জলঢুপ)
এক্সাইটিং প্লেয়ার: আরিফ(জলঢুপ)।