ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 314
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক বিরতির পর এবার কূটনৈতিক ময়দানে সরব হয়েছে ভারত ও পাকিস্তান। নিজ নিজ অবস্থান তুলে ধরতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিতে দুই দেশ পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছে।

শনিবার (১৭ মে ২০২৫) পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং এই ইস্যুতে দেশটির উদ্বেগ আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল গঠন করেছে ভারত। এসব দল বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক সফরে যাবে।

ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ অবস্থান এবং কঠোর মনোভাব বিশ্ববাসীর কাছে তুলে ধরা এই মিশনের মূল উদ্দেশ্য। প্রতিটি দলে একজন বা একাধিক সাবেক কূটনীতিক থাকছেন।

এই সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন কংগ্রেস এমপি শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পাণ্ডা, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপি (শরদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন কংগ্রেসের আনন্দ শর্মা ও মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, সিপিআইএমের ব্রিট্টাস, বিজেপির শমীক ভট্টাচার্য, রাজীব প্রতাপ রুডি ও অনুরাগ ঠাকুর। এছাড়া বিজেপির আদর্শগত বিরোধী দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিও প্রতিনিধিদলে রয়েছেন।

বিজেপির কট্টর বিরোধী হলেও, পহেলগাঁও হামলার পর রাজনৈতিক মতপার্থক্য ভুলে সরকারকে সমর্থন জানিয়েছেন ওয়াইসি। তিনি বলেন, “ভারত সেই জিয়াউল হকের সময় থেকেই পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসের শিকার। আমাদের এই বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।”

প্রতিনিধিদলগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সফর করবে। আগামী সপ্তাহ থেকেই এই কূটনৈতিক প্রচার অভিযান শুরু হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানও আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান তুলে ধরতে কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দফতর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতের মিথ্যা প্রচারণা উন্মোচনের লক্ষ্যে” এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

পাকিস্তানি প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুসাদিক মালিক, খুররম দস্তগীর খান, শেরি রেহমান, প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার, সিনেটর ফয়সাল সাবজওয়ারী, সাবেক পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া এবং সাবেক রাষ্ট্রদূত জালিল আব্বাস জিলানী।

এই দল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া সফর করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান

আপডেট সময় : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক বিরতির পর এবার কূটনৈতিক ময়দানে সরব হয়েছে ভারত ও পাকিস্তান। নিজ নিজ অবস্থান তুলে ধরতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিতে দুই দেশ পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছে।

শনিবার (১৭ মে ২০২৫) পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং এই ইস্যুতে দেশটির উদ্বেগ আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল গঠন করেছে ভারত। এসব দল বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক সফরে যাবে।

ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ অবস্থান এবং কঠোর মনোভাব বিশ্ববাসীর কাছে তুলে ধরা এই মিশনের মূল উদ্দেশ্য। প্রতিটি দলে একজন বা একাধিক সাবেক কূটনীতিক থাকছেন।

এই সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন কংগ্রেস এমপি শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পাণ্ডা, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপি (শরদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন কংগ্রেসের আনন্দ শর্মা ও মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, সিপিআইএমের ব্রিট্টাস, বিজেপির শমীক ভট্টাচার্য, রাজীব প্রতাপ রুডি ও অনুরাগ ঠাকুর। এছাড়া বিজেপির আদর্শগত বিরোধী দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিও প্রতিনিধিদলে রয়েছেন।

বিজেপির কট্টর বিরোধী হলেও, পহেলগাঁও হামলার পর রাজনৈতিক মতপার্থক্য ভুলে সরকারকে সমর্থন জানিয়েছেন ওয়াইসি। তিনি বলেন, “ভারত সেই জিয়াউল হকের সময় থেকেই পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসের শিকার। আমাদের এই বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।”

প্রতিনিধিদলগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সফর করবে। আগামী সপ্তাহ থেকেই এই কূটনৈতিক প্রচার অভিযান শুরু হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানও আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান তুলে ধরতে কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দফতর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতের মিথ্যা প্রচারণা উন্মোচনের লক্ষ্যে” এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

পাকিস্তানি প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুসাদিক মালিক, খুররম দস্তগীর খান, শেরি রেহমান, প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার, সিনেটর ফয়সাল সাবজওয়ারী, সাবেক পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া এবং সাবেক রাষ্ট্রদূত জালিল আব্বাস জিলানী।

এই দল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া সফর করবে।