বিশিষ্ট শিক্ষানুরাগী মো: ফৈয়াজ খান ইন্তেকাল করেছেন
- আপডেট সময় : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / 1795
সিলেট বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী মো: ফৈয়াজ খান ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)। ২৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৭:৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
এদিন( শুক্রবার) বাদ জুমা জলঢুপ কমলাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
মরহুম মো: ফৈয়াজ খান এর বাড়ি লাউতা ইউনিয়নের জলঢুপ( কমলাবাড়ী)। তিনি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) সিলেট অঞ্চল সভাপতি ও সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানের পিতা।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে , নাতি-নাতনি সহ অসংখ্য আত্নীয়,স্বজন ও শুভাকাংখি রেখে গেছেন।
অত্যন্ত সাদাসিদে জীবনে অভ্যস্থ মরহুম মো: ফৈয়াজ খান ব্যক্তিজীবনে একজন স্বজ্জন,পরোপকারী ছিলেন। নিজ অঞ্চলে বিভিন্ন সামাজিক ও মানবিককাজে তিনি ছিলেন একজন অত্যন্ত অনুপ্রেরণাদায়ী প্রবীন ব্যক্তিত্ব।
এদিকে গুনী এই শিক্ষানুরাগী ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) সিলেট অঞ্চল সভাপতি ও সিলেট সরকারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানের পিতা ফৈয়াজ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি প্রধান পরিষদ, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) সিলেট, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সিলেট, সিলেট মহানগর মাধ্যমিক শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও সমছুল –করিমা ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় মরহুমের পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।




















