ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা

বার্সেলোনায় কন্স্যুলার সেবা ও শ্রম সচিব শরিফুল ইসলামের বিদায়ী সম্মাননা

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • / 2525
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

[youtube]Z07i2r3DRhI[/youtube]

পূর্ব ঘোষণা অনুযায়ী ২৮শে ডিসেম্বর শনিবার বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম কাতালোনীয়া রাজ্যের সান্তা কোলমার একটি হলরুমে কন্স্যুলার সেবা প্রদান করেছে।

সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের সান্তা কোলমা ও পর্যটন শহর বার্সেলোনা সহ এর আশ-পাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নারী,পুরুষ,শিশু সেবা নিতে ভিড় জমান সান্তা কোলমার অস্থায়ী কন্স্যুলার হলরুমে।
দূপুর দূ-ঘটিকা পর্যন্ত সেবা দেওয়ার পর মধ্যাহ্ন ভোজের সময় সান্তা কোলমার প্রবাসী কমিউনিটির আয়োজনে দূতাবাসের প্রথম শ্রম সচিব এম শরিফুল ইসলামকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়।

এম শরিফুল ইসলাম বিগত চার বছর বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের প্রথম শ্রম সচিবের দায়িত্বে কর্মরত ছিলেন। তার চাকুরীর মেয়াদ শেষ হওয়াতে আগামী ১০ জানুয়ারীতে বদলি হয়ে দেশে চলে যাচ্ছেন ।তার দেশে যাওয়াতে প্রবাসীরা আবেগ প্রবন হয়ে তার সেবার প্রশংসা করে বক্তব্য দেন এবং বলেন ‘আমরা একজন প্রবাসী বান্ধব ও একজন ভালো অফিসারকে হারাচ্ছি।’

প্রথম সচিব এম শরিফুল ইসলাম প্রবাসীদের এমন ভালবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমি যেখানেই যাই না কেনো আপনাদের এই সম্মান ও ভালবাসা ভুলার নয়।তবে আমার স্থানে যে অফিসার আসবেন সেও আমার মত আপনাদের বাংলাদেশ সরকারের এমন সেবা দিয়ে যাবে এ আমার বিশ্বাস।

এসময় সচিবকে ফুল ও উপহার দিয়ে বিদায় সম্মাননা জানান সান্তা কোলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক,আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন,সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাসিম,কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,স্পেন আওয়ামী লীগ নেত্রী খাদিজা আক্তার মনিকা সহ বার্সেলোনা ও সান্তা কোলমার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা।

বিদায়ী সম্মাননা সভা শেষে দ্বিতীয় পর্বে শুরু হয় কন্স্যুলার সেবা প্রদান এবং একদিনের জন্য সেবা দিতে আসা দুতাবাস টীম শান্তি শৃংখলা ও নিয়ম নীতির মধ্য দিয়ে সেবা প্রদানের জন্য তারা নির্ধারিত সময় সন্ধ্যা ৭টার মধ্যে সেবা প্রদান সম্পন্ন করতে সক্ষম হয়।এতে সেবা নিতে আসা প্রবাসীরা দূতাবাসের ভুয়সী প্রশংসা করেন।

সেবা প্রদান দিতে আসেন মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব এম শরিফুল ইসলাম, দূতাবাসের কমার্শিয়াল কন্স্যুলার রিদোয়ান আহমেদ,দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম,এএসএম রেজাশাহ পাহলভী ও অফিস সহকারী মো.শফিক ইসলাম।

দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিলো প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরন, নতুন আবেদনকারী এমআরপি’র এনরোলমেন্ট ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপি’র আবেদন গ্রহণ,মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছঁবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদন এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মো: ছালাহ উদ্দিন

স্পেন ব্যুরো
ট্যাগস :

বার্সেলোনায় কন্স্যুলার সেবা ও শ্রম সচিব শরিফুল ইসলামের বিদায়ী সম্মাননা

আপডেট সময় : ১০:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

[youtube]Z07i2r3DRhI[/youtube]

পূর্ব ঘোষণা অনুযায়ী ২৮শে ডিসেম্বর শনিবার বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম কাতালোনীয়া রাজ্যের সান্তা কোলমার একটি হলরুমে কন্স্যুলার সেবা প্রদান করেছে।

সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের সান্তা কোলমা ও পর্যটন শহর বার্সেলোনা সহ এর আশ-পাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নারী,পুরুষ,শিশু সেবা নিতে ভিড় জমান সান্তা কোলমার অস্থায়ী কন্স্যুলার হলরুমে।
দূপুর দূ-ঘটিকা পর্যন্ত সেবা দেওয়ার পর মধ্যাহ্ন ভোজের সময় সান্তা কোলমার প্রবাসী কমিউনিটির আয়োজনে দূতাবাসের প্রথম শ্রম সচিব এম শরিফুল ইসলামকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়।

এম শরিফুল ইসলাম বিগত চার বছর বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের প্রথম শ্রম সচিবের দায়িত্বে কর্মরত ছিলেন। তার চাকুরীর মেয়াদ শেষ হওয়াতে আগামী ১০ জানুয়ারীতে বদলি হয়ে দেশে চলে যাচ্ছেন ।তার দেশে যাওয়াতে প্রবাসীরা আবেগ প্রবন হয়ে তার সেবার প্রশংসা করে বক্তব্য দেন এবং বলেন ‘আমরা একজন প্রবাসী বান্ধব ও একজন ভালো অফিসারকে হারাচ্ছি।’

প্রথম সচিব এম শরিফুল ইসলাম প্রবাসীদের এমন ভালবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমি যেখানেই যাই না কেনো আপনাদের এই সম্মান ও ভালবাসা ভুলার নয়।তবে আমার স্থানে যে অফিসার আসবেন সেও আমার মত আপনাদের বাংলাদেশ সরকারের এমন সেবা দিয়ে যাবে এ আমার বিশ্বাস।

এসময় সচিবকে ফুল ও উপহার দিয়ে বিদায় সম্মাননা জানান সান্তা কোলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক,আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন,সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাসিম,কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,স্পেন আওয়ামী লীগ নেত্রী খাদিজা আক্তার মনিকা সহ বার্সেলোনা ও সান্তা কোলমার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা।

বিদায়ী সম্মাননা সভা শেষে দ্বিতীয় পর্বে শুরু হয় কন্স্যুলার সেবা প্রদান এবং একদিনের জন্য সেবা দিতে আসা দুতাবাস টীম শান্তি শৃংখলা ও নিয়ম নীতির মধ্য দিয়ে সেবা প্রদানের জন্য তারা নির্ধারিত সময় সন্ধ্যা ৭টার মধ্যে সেবা প্রদান সম্পন্ন করতে সক্ষম হয়।এতে সেবা নিতে আসা প্রবাসীরা দূতাবাসের ভুয়সী প্রশংসা করেন।

সেবা প্রদান দিতে আসেন মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব এম শরিফুল ইসলাম, দূতাবাসের কমার্শিয়াল কন্স্যুলার রিদোয়ান আহমেদ,দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম,এএসএম রেজাশাহ পাহলভী ও অফিস সহকারী মো.শফিক ইসলাম।

দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিলো প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরন, নতুন আবেদনকারী এমআরপি’র এনরোলমেন্ট ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপি’র আবেদন গ্রহণ,মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছঁবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদন এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ ইত্যাদি।