প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ১০:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / 744
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সম্মানে প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে প্যারিসের অভারভিলিয়ের অভিজাত রেস্তোরাঁ বটতলার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি শাহ সুহেল আহমদের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখার সভাপতি এম. এ কাশেম।
প্রধান আলোচক ছিলেন প্যারিসের যুব কাউন্সিলর ও সলিডারিতে আঁজি ফ্রঁস (সাফ)’র প্রেসিডেন্ট নয়ন এনকে।
ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, সহসভাপতি আবুল কাশেম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ,কুমিল্লা সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী , বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান ,তৃতীয় বাংলা ডটকমের সম্পাদক এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বিএনপি’র সহসভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ,স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের আহ্বায়ক গোলাম মাহমুদ আযম ,সাংবাদিক অধ্যাপক অপু আলম. সাংবাদিক ইমরান মাহমুদ ,সাংবাদিক দেবেশ বড়ুয়া ,সাংবাদিক ফেরদৌস করিম আখন্জি ,মোহাম্মদ আলী চৌধুরী , আবুল কালাম মামুন , সাংবাদিক ইকবাল হোসেন জাফর ,এসএ ওয়াল্ডের পরিচালক সাব্বির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন,সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক এবং গণমাধ্যম সমাজের দর্পণ।
ইফতারের পূর্বে বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশিসহ দেশ- জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন অভারভিলিয়ে বাংলাদেশ জাতীয় মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান।
























