ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

পাকিস্তান-বাংলাদেশ যাতায়াতে সরকারি পাসপোর্টধারীদের ভিসা লাগবে না

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 137

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বাংলাদেশ ও পাকিস্তানের সরকারি পাসপোর্টধারী ও কূটনীতিকরা পরস্পরের দেশে ভ্রমণে ভিসা ছাড়াই যেতে পারবেন। এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই চুক্তি নীতিগত অনুমোদন পেয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রস্তাবটি এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ

চুক্তির নাম: “পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের সরকার এবং বাংলাদেশ জনগণের প্রজাতন্ত্রের সরকারের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী নাগরিকদের জন্য ভিসা বিলুপ্তকরণ বিষয়ে চুক্তি”

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। দুই দেশের সরকারপ্রধান একাধিক বৈঠক করেছেন, ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

চলতি বছরের জুলাইয়ের শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি ঢাকা সফরে এসে দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার প্রদানের বিষয়ে একমত হন। সরকারের পক্ষ থেকে সেটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

নাকভির সফরে দুই দেশ অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন। এছাড়া পুলিশি প্রশিক্ষণেও সহযোগিতা করা হবে। বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে যাবে।

এছাড়া দুই দেশের সাধারণ নাগরিকদের ভ্রমণেও বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের প্রয়োজন আর নেই। পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের তাদের দেশে ভ্রমণে ভিসা ফি মওকুফ করেছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান-বাংলাদেশ যাতায়াতে সরকারি পাসপোর্টধারীদের ভিসা লাগবে না

আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বাংলাদেশ ও পাকিস্তানের সরকারি পাসপোর্টধারী ও কূটনীতিকরা পরস্পরের দেশে ভ্রমণে ভিসা ছাড়াই যেতে পারবেন। এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই চুক্তি নীতিগত অনুমোদন পেয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রস্তাবটি এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ

চুক্তির নাম: “পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের সরকার এবং বাংলাদেশ জনগণের প্রজাতন্ত্রের সরকারের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী নাগরিকদের জন্য ভিসা বিলুপ্তকরণ বিষয়ে চুক্তি”

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। দুই দেশের সরকারপ্রধান একাধিক বৈঠক করেছেন, ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

চলতি বছরের জুলাইয়ের শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি ঢাকা সফরে এসে দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার প্রদানের বিষয়ে একমত হন। সরকারের পক্ষ থেকে সেটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

নাকভির সফরে দুই দেশ অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন। এছাড়া পুলিশি প্রশিক্ষণেও সহযোগিতা করা হবে। বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে যাবে।

এছাড়া দুই দেশের সাধারণ নাগরিকদের ভ্রমণেও বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের প্রয়োজন আর নেই। পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের তাদের দেশে ভ্রমণে ভিসা ফি মওকুফ করেছে।