নুরের শর্ট-টাইম মেমোরি লস হচ্ছে
- আপডেট সময় : ০৭:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 117
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার পর থেকে শর্ট-টাইম মেমোরি লসের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তার ভাষ্যমতে, নুর অনেক সময় অগোছালো কথা বলছেন, এমনকি দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন তিনি ওষুধ খেয়েছেন কি না।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগান গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাশেদ খাঁন।
তিনি বলেন, “নুর যখন কথা বলতে যাচ্ছেন, তখন কথা সম্পূর্ণ করতে পারছেন না। কথা বলার সময়ই অনেকবার ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, শরীরের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এখন পর্যন্ত নুরের অবস্থা আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।”
রাশেদ খাঁন আরও বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টি নিয়ে টালবাহানা করা হচ্ছে।”




















