ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মহিলা সমাবেশ’ স্থগিত করল জামায়াত, কারণ কী? ‘নবীগঞ্জের ইতিকথা’র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’

নতুন বই পেয়ে সৌদি প্রবাসী শিক্ষার্থীরাও ভাসছে আনন্দে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • / 1023
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বই পেয়ে সৌদি আরবে প্রবাসী শিক্ষার্থীরাও ভাসছে আনন্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী বছরের প্রথমদিনে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার যে কর্মসূচি রয়েছে, সে কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং বন্দরনগরী জেদ্দায় অবস্থিত বাংলাদেশ জাতীয় কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বই উৎসবের আয়োজন করে। রিয়াদে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসব প্রতিষ্ঠানের সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ খাদেমুল ইসলাম ও সিনিয়র শিক্ষিকা মিসেস সানজিদা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সেলর মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বোর্ড অব ডাইরেক্টর্সের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ফাইন্যান্স ডাইরেক্টর মোঃ আবদুল হাকিম, এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোফরান, কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হকসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সেলর মেহেদী হাসান বলেন, প্রতি শিক্ষার্থীর পেছনে সরকার বিশাল অংকের অর্থ ব্যয় করে আসছেন। প্রতিটি শিক্ষার্থী যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এ ঋণ পরিশোধ করতে হবে। তিনি নতুন বছরে নতুন উদ্যমে কর্ম পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাবার পরামর্শ দেন এবং জাতীয় কারিকুলাম অনুস্মরণে প্রতিষ্ঠানের ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি আরো উল্লেখ করেন বর্তমান সরকার সবসময় প্রবাসীদের প্রতি আন্তরিক এবং এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সদা তৎপর।

নবম শ্রেণির শিক্ষার্থী এহসানুল রাফিদ আদিবের পবিত্র কোরান থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন তার স্বাগত বক্তব্যে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানান এবং বছরের প্রথমদিনে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার জন্য মানবতাবাদী নেত্রী গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। পরে বিওডি চেয়ারম্যান প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বক্তব্যের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গতকাল প্রকাশিত জেএসসি ও পিইসি পরীক্ষায় অভাবনীয় ফলাফলের জন্য সকল শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। বছরের প্রথমদিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রবাসের বুকে রেমিটেন্স যোদ্ধার সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে যে ভূমিকা রেখে আসছে তা আজ সর্বমহলে প্রশংসিত। প্রতিষ্ঠানের ধূসর প্রবাসে সকল ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সুদৃষ্টির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আধুনিক যুগোপযোগী শিক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার সত্যিই প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি জাতির পিতার যোগ্য কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসীদের প্রতি আন্তরিক দৃষ্টিরও প্রশংসা করেন।

এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোফরান বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সদা তৎপর ভূমিকায় দেশ ও জাতি গর্বিত। প্রবাসের বুকে আমাদের প্রতিষ্ঠান সরকারের শিক্ষা নীতি বাস্তবায়নে অনন্য ভূমিকা পালন করে আসছে। কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হকও বছরের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানে অসাধারণ ফলাফলের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফাইন্যান্স ডাইরেক্টর আবদুল হাকিম বলেন, আমাদের প্রতিষ্ঠানের আজকের ফলাফলেরর ধারাবাহিকতা আগামীতেও যেন অব্যহত তাকে সে ব্যাপারে সবইকে সদা তৎপর থাকতে হবে। বছরের প্রথমদিনে সবার হাতে বই তুলে দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পর দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সিনিয়র শিক্ষক হাবীব আহম্মদ নোমানি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাগর চৌধুরী

বিশেষ প্রতিনিধি, সৌদি অারব
ট্যাগস :

নতুন বই পেয়ে সৌদি প্রবাসী শিক্ষার্থীরাও ভাসছে আনন্দে

আপডেট সময় : ০৮:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০

নতুন বই পেয়ে সৌদি আরবে প্রবাসী শিক্ষার্থীরাও ভাসছে আনন্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী বছরের প্রথমদিনে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার যে কর্মসূচি রয়েছে, সে কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং বন্দরনগরী জেদ্দায় অবস্থিত বাংলাদেশ জাতীয় কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বই উৎসবের আয়োজন করে। রিয়াদে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসব প্রতিষ্ঠানের সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ খাদেমুল ইসলাম ও সিনিয়র শিক্ষিকা মিসেস সানজিদা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সেলর মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বোর্ড অব ডাইরেক্টর্সের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ফাইন্যান্স ডাইরেক্টর মোঃ আবদুল হাকিম, এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোফরান, কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হকসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সেলর মেহেদী হাসান বলেন, প্রতি শিক্ষার্থীর পেছনে সরকার বিশাল অংকের অর্থ ব্যয় করে আসছেন। প্রতিটি শিক্ষার্থী যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এ ঋণ পরিশোধ করতে হবে। তিনি নতুন বছরে নতুন উদ্যমে কর্ম পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাবার পরামর্শ দেন এবং জাতীয় কারিকুলাম অনুস্মরণে প্রতিষ্ঠানের ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি আরো উল্লেখ করেন বর্তমান সরকার সবসময় প্রবাসীদের প্রতি আন্তরিক এবং এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সদা তৎপর।

নবম শ্রেণির শিক্ষার্থী এহসানুল রাফিদ আদিবের পবিত্র কোরান থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন তার স্বাগত বক্তব্যে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানান এবং বছরের প্রথমদিনে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার জন্য মানবতাবাদী নেত্রী গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। পরে বিওডি চেয়ারম্যান প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বক্তব্যের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গতকাল প্রকাশিত জেএসসি ও পিইসি পরীক্ষায় অভাবনীয় ফলাফলের জন্য সকল শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। বছরের প্রথমদিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রবাসের বুকে রেমিটেন্স যোদ্ধার সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে যে ভূমিকা রেখে আসছে তা আজ সর্বমহলে প্রশংসিত। প্রতিষ্ঠানের ধূসর প্রবাসে সকল ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সুদৃষ্টির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আধুনিক যুগোপযোগী শিক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার সত্যিই প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি জাতির পিতার যোগ্য কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসীদের প্রতি আন্তরিক দৃষ্টিরও প্রশংসা করেন।

এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোফরান বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সদা তৎপর ভূমিকায় দেশ ও জাতি গর্বিত। প্রবাসের বুকে আমাদের প্রতিষ্ঠান সরকারের শিক্ষা নীতি বাস্তবায়নে অনন্য ভূমিকা পালন করে আসছে। কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হকও বছরের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানে অসাধারণ ফলাফলের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফাইন্যান্স ডাইরেক্টর আবদুল হাকিম বলেন, আমাদের প্রতিষ্ঠানের আজকের ফলাফলেরর ধারাবাহিকতা আগামীতেও যেন অব্যহত তাকে সে ব্যাপারে সবইকে সদা তৎপর থাকতে হবে। বছরের প্রথমদিনে সবার হাতে বই তুলে দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পর দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সিনিয়র শিক্ষক হাবীব আহম্মদ নোমানি।